ভারত এমন একটি দেশ, যেখানে আপনি পাবেন ঐতিহ্য এবং সংস্কৃতির মেলবন্ধন। আর এই সংস্কৃতির টানেই বারংবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন ভারতে। তবে দুর্ভাগ্যজনকভাবে কিছু কিছু সময় এই সমস্ত বিদেশি পর্যটকদের হতে হয় হেনস্থার শিকার। তেমনি একটি ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হল ভাইরাল।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ৪ জন বিদেশি পর্যটক ই-রিক্সা করে ভারতের কোনও একটি স্থান ভ্রমণ করছেন। কিন্তু হঠাৎ করেই তাঁদের হতে হল মারাত্মক একটি অভিজ্ঞতা শিকার। পথ শিশুদের বা বলা ভালো পথ ভিক্ষুকদের অত্যাচারের শিকার হয়েছেন তাঁরা।
(আরও পড়ুন: অনেকের হাতেই থাকে ভ্যাকসিনের গোল ছাপ! কীসের টিকা এটি? এখন আর দেখা যায় না কেন)
ভিডিয়োয় দেখা যাচ্ছে, ই-রিক্সা করে যখন তাঁরা যাচ্ছিলেন ঠিক তখনই পথ ভিক্ষুকরা গাড়ির পেছনে ধাওয়া করতে শুরু করে। এতটা অব্দি ঠিক ছিল কিন্তু একটা সময় ওই শিশুরা টোটোর পেছনে উঠে পড়ে, যা সত্যি বিপদজনক। স্বাভাবিকভাবেই ওই বিদেশি পর্যটকদের কাছে এমন একটি পরিস্থিতি ভীষণ অস্বস্তিকর হয়ে উঠেছিল।
ভিডিয়ো টি শেয়ার করেন জিস্ট নামক এক ব্যক্তি। ভিডিয়োয় বারংবার ওই ব্যক্তিদের বলতে শোনা যায়, আমাদের কাছে বেশি টাকা নেই। তোমরা যা চাইছো সেটা অনেকটা। কিন্তু বিদেশি পর্যটকদের পিছু ছাড়তে নারাজ ওই ছোট ছোট পথ শিশুগুলি।
(আরও পড়ুন: হাসতে হাসতে পেটে খিল! দিনের সেরা ৫ জোকস পড়েছেন? যারা পড়ছে, তাদের হাসি থামছে না)
১৮ জুলাই শেয়ার হওয়া এই ভিডিয়োটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন একলক্ষের বেশি মানুষ। বহু মানুষ কমেন্টও করেছেন এই ভিডিয়োতে। একজন লিখেছেন, 'এই বাচ্চারা ভীষণভাবে পেশাদার। এরা সুযোগ থাকলেও পড়াশোনা করবে না। ভিক্ষা ছাড়া অন্য কোনও কাজও করবে না এরা। আপনি যখন এদের টাকা ছাড়া অন্য কিছু দিতে যাবেন, তখন এরা একেবারেই নিতে চাইবে না।'
অন্য একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, 'রিক্সা চালক কেন গাড়িতে থামাচ্ছেন না? ওনার উচিত ছিল গাড়ি থামিয়ে বাচ্চাগুলোকে সরিয়ে দেওয়া।' আরও একজন লিখেছেন, 'এদের মুখের ভাষা অত্যন্ত খারাপ। এরা জানে কখন কী করতে হয়। বড় বড় গ্যাংস্টারদের সঙ্গে জড়িত এই সমস্ত বাচ্চারা। সাবধানে থাকবেন।'