বিয়ের মরসুম চলছে। একাধিক নিমন্ত্রণ পত্র জমা হয়েছে ঝুলিতে।ঠিক কেমন সাজে সেজে বিয়েবাড়িতে গেলে, তবেই দুর্দান্ত লাগবে, তা ভেবেই পাচ্ছেন না মেয়েরা। বিশেষ করে শাড়ির সঙ্গে যে ঠিক কেমন ব্লাউজ পরবেন, তা নিয়েই বাড়ছে চিন্তা। বোরিং লুক আর কেউ চান না। তাহলে একটু সেলিব্রেটি স্টাইল ট্রাই করে দেখাই যায়। অনন্যা, প্রিয়াঙ্কা সহ ৬ জনপ্রিয় বলিউড সেলিব্রেটির ফ্যাশনের এক ঝলক দিয়ে, হয়ত নিমেষেই মন কেড়ে নিতে পারবেন।
প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন
প্রিয়াঙ্কা চোপড়ার দিওয়ালি লুক ছিল সেরার সেরা। স্বামী নিক জোনাস এবং একরত্তি মালতি মেরির সঙ্গে আলোর উৎসব উদযাপন করতে, সুন্দর সব্যসাচী শাড়ি বেছে নিয়েছিলেন পিসি। লাল টুকটুকে শাড়ির সঙ্গে অমন ট্রেন্ডি ব্লাউজ, কার না নজর কাড়বে। আপনিও যদি প্রিয়াঙ্কার মতো, ডিপ নেকলাইন সহ সাটিন ব্লাউজ পরেন, তা ট্র্যাডিশনাল পোশাকে গ্ল্যামারের একটি অতিরিক্ত স্পর্শ যোগ করে দেবে। বোল্ড নেকলাইনের ব্লাউজের সঙ্গে স্টেটমেন্ট নেকলেস নিখুঁত দেখায়, এরই সঙ্গে মানানসই ঝুমকা, চুলে গজরা, আর গ্লসি মেকআপ যে কাউকেই রূপের রানী করে তুলতে পারে।
আরও পড়ুন: (Hair Care Tips: গাজর শুধু চোখের জন্য নয়, চুলের জন্যও ভালো, জেনে নিন ৫ ধরনের হেয়ার মাস্ক তৈরির উপায়)
অপূর্বা অনন্যা পান্ডে
অনন্যা পাণ্ডের ফ্যাশন সেন্স আগাগোড়াই ট্রেন্ডি। বিশেষ করে অভিনেত্রীর ব্লাউজের ফ্যাশন সেন্স তো ঘুম ওড়ায় অনেকের। অনন্যা পান্ডের মতো ব্র্যালেট স্টাইলের ব্লাউজ পরতে পারেন আপনিও। দেখবেন আপনার ব্লাউজে ভি-নেকলাইন, চওড়া স্ট্র্যাপ শোল্ডার এবং মিডরিফ-বারিং হেম যেন করা থাকে। আপনার বন্ধুর স্পেশ্যাল ইভেন্টে আপনি শাড়ির সঙ্গেও এমন ব্লাউজ ট্রাই করতে পারেন, কিংবা এর সঙ্গে সারারা প্যান্ট বা পালাজোও মন্দ লাগবে না।
আলিয়া ভাটের ফ্যাশন
বিয়ের মরসুমে, আলিয়া ভাটের সোনালি রঙের 'ইটসি-বিটসি' ব্লাউজও দারুণ মানাবে। অর্গানজা শাড়ির সঙ্গে এমন ঝাঁ চকচকে ব্লাউজ পরলে আর জমকালো জুয়েলারির প্রয়োজনই পড়বে না। কিংবা চাইলে এর সঙ্গে গলায় চোকার বা কোমরে কোমর বন্ধনী পরেও স্টাইল করতে পারেন।
আরও পড়ুন: (Beauty Tips: ফেসওয়াশের বদলে রান্নাঘরের এই ৫ জিনিস ব্যবহার করুন, উপকার পাবেন আরও বেশি)
জাহ্নবী কাপুরের মতো বোল্ড লুক
যে কোনও বিয়ের রিসেপশনে, জাহ্নবী কাপুরের বোল্ড স্টাইলিং আপনার কাজে আসবে। এমনিতেই সিকুইন শাড়ি গত কয়েক বছর ধরে বলিউডের খুব প্রিয়! আপনিও, জাহ্নবীর মতো ব্লাউজের সঙ্গে সিকুইন শাড়ি পরতে পারেন। সম্ভব হলে, অমন ডিপ নেকলাইনের ব্লাউজে মিরর ওয়ার্ক কিংবা মিডরিফ-বারিং হেম করে নিতে পারেন৷ একটা ডিজাইনার লুক দেবে।
দিশা পাটানির ফ্যাশন সেন্স
আগাগোড়াই বোল্ড লুকে নজর কাড়েন দিশা পাটানিও। ফিট ফিগারে নায়িকার ওই 'ইটসি বিটসি' ব্লাউজটা বড্ড মানানসই। আপনিও ট্রাই করে দেখতে পারেন। দিশা পাটানির মতো একটি শাড়ির সঙ্গে সুপার ক্রপড এই ব্লাউজ কিংবা লেহেঙ্গা সেটের সঙ্গে পাতলা চোলি জুড়েও ব্লাউজটি পরা যেতে পারে। এছাড়াও যদি আপনি একটি সাধারণ সাটিন শাড়ির সঙ্গে, এই ব্র্যালেট-স্টাইলের সাটিন ব্লাউজও পরেন, তাও ফাটাফাটি দেখতে লাগবে।