বাংলা নিউজ > টুকিটাকি > Weekend Trip: কালিম্পংয়ের নিস্তব্ধ জনপদ, পাহাড়ের মাথায় ছবির মতো সাজানো হোম স্টে, যাবেন পুজোতে?

Weekend Trip: কালিম্পংয়ের নিস্তব্ধ জনপদ, পাহাড়ের মাথায় ছবির মতো সাজানো হোম স্টে, যাবেন পুজোতে?

চলুন ঘুরে আসি চারখোলে থেকে।  (nomadicweekends.com)

হাতে দিনতিনেকের ছুটি পেলেই কি আপনার মনটা পাহাড়-পাহাড় করে। মনে মনে ভাবেন কী করে হারিয়ে যাবেন কোনও ছোট্ট পাহাড়ি গ্রামে। যেখানে শহরের কোলাহল আপনাকে ছুঁতেও পারবে না। সারা সপ্তাহের কাজের চাপ থেকে মিলবে অখণ্ড শান্তি। তবে চলে আসুন কালিম্পংয়ের এই গ্রামে। যেখানের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। যেখানে এলে আপনার আর বাড়ি ফিরতে মন চাইবে না। লোলেগাঁও থেকে দূরত্ব ৩৫কিমি। আর কালিম্পং থেকে ২৮ কিমি।

কথা হচ্ছে চারখোলে প্রসঙ্গে। নর্থবেঙ্গলের অফবিট জায়গার মধ্যে অন্যতম সুন্দর এই জায়গা। একানে পাইন বন, ফার্নের সারি। একঝলকে মনে হয় যেন সবুজের চাদরে কেউ মুড়ে দিয়েছে গোটা জায়গাটা। এই জায়গা এতটাই নিস্তব্ধ যে নিজের পায়ের আওয়াজেই চমকে উঠতে হয়। সঙ্গী হয় ঝিঁঝির ডাক আর পাখির কলতান। 

আরও পড়ুন: পুজোয় ঘুরতে যাবেন কিন্তু ট্রেনের টিকিট নেই? সামান্য খরচে চলে যান এই ৫ জায়গায়

সঙ্গে চোখ ধাঁধিয়ে দেয় রং-বেরঙের ফুল। রাস্তার ধারে, হোম স্টে-তে যেখানেই যাবেন সেখানেই ফুলের গাছ। শীতে এই সমারোহ যেন আরও বেড়ে যায়। আর সঙ্গে সবচেয়ে বড় পাওনা নিসন্দেহে কাঞ্চনজঙ্ঘা। চারখোলের একাধিক জায়গা থেকে আপনি তার দেখা পাবেন। তবে সবচেয়ে ভালো দেখা যায় গ্রামের মধ্যে থাকা ওয়াচ টাওয়ার থেকে। সঙ্গে পুরো গ্রামটার বার্ড আই ভিউ-ও পেয়ে যাবেন।

 আরও পড়ুন: উত্তরবঙ্গে থাকুন ঝর্নার ধারে চা বাগানের বুকে, এখানে রোজ ওঠে রামধনু 

চারখোলে ব্লু পাইন রিসর্ট।
চারখোলে ব্লু পাইন রিসর্ট।

চারখোলের অন্যতম আকর্ষণ এখানে গ্রামের সবচেয়ে উপরে, পাহাড়ের মাথায় থাকা ব্লু পাইন রিট্রিত রিসর্ট। খুব যত্ন নিয়ে সাজানো হয়েছে এটি। রিসর্ট থেকেও দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। আপনি এখানে না থকলেও ঘুরে দেখতে পারবেন। এছাড়াও থাকার জন্য মধ্যম বাজেটেরও কিছু রিসর্ট পাবেন। যার মধ্যে রয়েছে আদিত্য হোম স্টে, চারখোলে কাঞ্চেন রিসর্ট, ম্যাপেল ভিলেজ মাউন্টেন রিসর্ট-সহ আরও অনেকগুলি। সোলো ট্রিপ হোক বা হানিমুন, অথবা বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা, চারখোলের সত্যিই জিরি মেলা ভার। খুব সহজেই দুদিন কাটিয়ে তাজা বাতাস নিয়ে ফিরতে পারবেন। রোজের ক্লান্তি দূর হয়ে যাবে কখন নিজেই বুঝবেন না।

কাছেই কালিম্পং, ডেলো, লোলেগাঁও-এর মতো জনপ্রিয় ঘোরার জায়গা। একটা দিন এখানে কাটিয়ে চলে যেতে পারেন সেখানে। তবে এত নিরিবিলি ওখানে পাবেন না।

প্লেনে আসলে আপনাকে নামতে হবে বাগডোগরা। সেখান থেকে ভাড়া গাড়িই ভরসা। শেয়ার গাড়িতে এলে কালিম্পং থেকে আপনাকে নিতে হবে ভাড়ার গাড়ি। ট্রেনে এলে নামুন মালবাজার বা এনজেপি।

টুকিটাকি খবর

Latest News

দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.