গরমের ভ্যাপসানি, চুলের ঝরে পড়া, সবমিলিয়ে অস্বস্তিতে থাকলে এই হেয়ারকাটগুলি ট্রাই করে দেখতে পারেন।
1/5ভ্যাপসা গরমে চুল বেঁধে যতই হালফ্যাশনের খোপা করে রাখুন না কেন, খোপা ঘাড়ের কাছে থাকলেও ঘাড়ে ঘাম জমে অস্বস্তির চূড়ান্ত হয়। আর ছোট চুল অনেক সময় ফ্যানের হাওয়ায় গরমের দিনে অস্বস্তি দেয়। এই পরিস্থিতিতে গরমে বিয়ে বাড়ির মরশুমে চুল নিয়ে একাধিক হেয়ার স্টাইল ভাইরাল হচ্ছে। দেখে নেওয়া যাক, কোন কোন হেয়ার কাট গরমের দিনে ভাইরাল হচ্ছে।
2/5পিক্সি কাট- স্ক্রিনে বহু অভিনেত্রীকেই এই পিক্সিকাট-এ বেশ সুন্দরী হয়ে উঠতে দেখা গিয়েছে। বিভিন্ন সময়ে এই পিক্সিকাট থেকে এসেছে মিক্সি, বিক্সি কাট। পুরুষ নারী নির্বিশেষে এই কাট হয়। খুব স্মার্ট লুকের জন্য এই কাট তাক লাগাতে পারে অনেককে।
3/5রাশেল ২.০: আশির দশকে বহু অভিনেত্রীকেই এই রাশেল কাট-এ দেখা যেত। তবে এই হেয়ারকাটও বিভিন্ন সময়ে আলাদা আলাদা প্যাটার্ন নিয়েছে। খুব হালকা ফুলকা এই হেয়ারকাট খোলা চুলে শাড়ির সঙ্গে যেমন মাননসই , তেমনই গাউনের সঙ্গেও খুব সুন্দর লাগে। প্রিয়াঙ্কা চোপড়া সদ্য হানি ব্লন্ড হাইলাইটসের সঙ্গে এই হেয়ারকাট রেখেছেন।
4/5শ্যাগি বব- লেয়ার্স, ব্লান্ট ব্যাঙস, এমন বহু ধরনের হেয়ারকাট মিলিয়ে মিশিয়ে এই চুলের কাট দেখা যায়। বিভিন্ন হেয়ার কাটের মিশেলে শ্যাগি বব হেয়ারকাট গরমে আরামের আরও এক নাম!
5/5বব কাট: চপি বব বা সফ্ট ব্লান্ট বব কাট-এ বহু অভিনেত্রীই সৌন্দর্যে ভরিয়ে দিয়েছেন নিজেকে। এছাড়াও উল্ফ কাট বব সমেত বিভিন্ন রকমের বব বাজারে ট্রেন্ডে রয়েছে। ফলে গরমের ভ্যাপসানি, চুলের ঝরে পড়া, সবমিলিয়ে অস্বস্তিতে থাকলে এই হেয়ারকাট ট্রাই করে দেখতে পারেন।