বাংলা নিউজ > টুকিটাকি > Yogurt and Raisins: গরমকালে দইয়ের সঙ্গে এক মুঠো কিশমিশ মিশিয়ে খান, মাথা থেকে পা পর্যন্ত উপকার পাবেন

Yogurt and Raisins: গরমকালে দইয়ের সঙ্গে এক মুঠো কিশমিশ মিশিয়ে খান, মাথা থেকে পা পর্যন্ত উপকার পাবেন

দই আর কিশমিশ মিশিয়ে খেলে কী হয়? 

গ্রীষ্মে তরতাজা থাকার জন্য টক দই অনেকেই খান। কিন্তু এর সঙ্গে কিশমিশ মিশিয়ে খেলে কী কী হতে পারে জানেন? জেনে নিন, কোন ৬টি কারণে এটি খাবেন।

গ্রীষ্মে খাদ্যতালিকায় দই রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। সুস্থ থাকার জন্য দইয়ের কোনও বিকল্প নেই। শরীর ঠান্ডা করা থেকে হজম ক্ষমতা বাড়ানো— দইয়ের অনেক গুণ। কিন্তু জানেন কি দইয়ের সঙ্গে কিশমিশ মিশিয়ে খেলে কী হয়?

দু’ভাবে দইয়ের সঙ্গে কিশমিশ খেতে পারেন।

  • দইয়ে কিশমিশ মিশিয়ে নিয়ে খান।
  • দই পাতার সময়ে তাতে কিশমিশ দিয়ে রাখুন।

কেন এটি শরীরের নানা উপকার করে?

দইয়ে রয়েছে প্রচুর প্রোবায়োটিকস। আর কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তার সঙ্গে নানা ধরনের ভিটামিন। গরমের দিনে পেটের সমস্যা লেগেই থাকে। দই আর কিশমিশের মিশ্রণ এই সমস্যার অনেকগুলিকেই জব্দ করে। তারা পাশাপাশি আরও নানা রোগবালাই দূরে রাখে এটি।

কীভাবে তৈরি করবেন দই আর কিশমিশের মিশ্রণ?

দই পাতার সময়ে তার মধ্যে কয়েকটি কিশমিশ দিয়ে দিতে পারেন। তাতেই বেশি উপকার পাওয়া যাবে। একান্ত সম্ভব না হলে, দই খাওয়ার ঘণ্টা খানেক আগে, তার মধ্যে ৮-১০টি কিশমিশ দিয়ে নিন। তাতেও উপকার পাবেন।

কোন কোন উপকার করে এই দই-কিশমিশ?

  • গরমে খাবার হজম করতে অসুবিধা হয়। পেটের সমস্যায় অনেকেই ভোগেন। এই সমস্যা কমে যেতে পারে এই দই-কিশমিশের মিশ্রণ খেলে।
  • এই মিশ্রণ ক্যালশিয়ামে ভরপুর। দাঁত ও হাড় মজবুত করতে সাহায্য করে। মাড়ির রক্তপাত কমায়।
  • একটু বয়স বাড়লেই গাঁটের ব্যথায় নাজেহাল হন অনেককেই। এ ক্ষেত্রে নিয়মিত খাদ্যতালিকায় দই-কিশমিশ রাখতে পারেন। বাতের ব্যথায় উপশম পাবেন। 
  • কোলেস্টেরলের মাত্রা কমায় এই মিশ্রণ।
  • যাঁরা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রেও এই মিশ্রণ কাজে লাগতে পারে। কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
  • ওজন নিয়ন্ত্রণে রাখতেও এই মিশ্রণের জুড়ি নেই। এটি নিয়মিত খেলে পেট ভর্তি থাকে। খিদে কম পায়। ওঝন নিয়ন্ত্রণে থাকে।
  • চুলের রুক্ষতা দূর করতে পারে এই মিশ্রণ। পাকা চুলের সমস্যাও কমাতে পারে এটি।
  • গরমে যাঁদের ত্বকে অ্যালার্জির সমস্যা হয়, তাঁরা এই মিশ্রণ খেলে উপকার পেতে পারেন।

টুকিটাকি খবর

Latest News

নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি! ৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.