বাংলা নিউজ > টুকিটাকি > What is monkeypox: মাংকিপক্স কী? কেন এই অসুখটি নিয়ে এত ভয়? কীভাবে এটি থেকে বাঁচবেন

What is monkeypox: মাংকিপক্স কী? কেন এই অসুখটি নিয়ে এত ভয়? কীভাবে এটি থেকে বাঁচবেন

মাংকিপক্স একতটা উদ্বেগ সৃষ্টি করেছেন কেন?

সম্প্রতি এক জনের শরীরে মাংকিপক্সের সংক্রমণ পাওয়া গিয়েছে। বহু বছর এই অসুখটির কোনও সন্ধান ছিল না। অতীত থেকে ফিরে এল এই ভাইরাস।

অতীতে এই ভাইরাসটি বিপুল পরিমাণে সংক্রমণ ছড়িয়েছিল। তার পরে দীর্ঘ দিন এটি ধামাচাপা পড়ে যায়। কিন্তু সম্প্রতি এই ভাইরাস ফিরে এসেছে। এবং তা নিয়ে রীতিমতো উদ্বেগে বিজ্ঞানীরা। এই ভাইরাসের নাম মাংকিপক্স। সম্প্রতি এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন, এমন একজনের সন্ধান পাওয়া গিয়েছে।

কী এই মাংকিপক্স?

সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক চারু দত্ত অরোরা সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, এমনিতে এই মাংকিপক্স একটি বিরল রোগ। এর সঙ্গে স্মলপক্সের মিল রয়েছে। তবে স্মলপক্স যেমন ভয়াবহ হয়ে উঠত, এটি তা নয়। বাঁদরের থেকে এই পক্স ছড়িয়ে পড়েছিল বলে এমন নামকরণ।

তবে অ্য মহাদেশগুলির তুলনায় আফ্রিকায় এই রোগের প্রকোপ বেশি দেখা গিয়েছিল। এবারেও ইংল্যান্ডের যে ব্য়ক্তি এই রোগে আক্রান্ত হয়েছেন, তিনি সম্প্রতি আফ্রিকা থেকে ফিরেছেন বলেও জানা গিয়েছে।

মাংকিপক্সের উপসর্গ কী কী:

  • জ্বর
  • মাথাব্যথা
  • পেশির ব্যথা
  • পিঠে ব্যথা
  • ক্লান্তি
  • কাঁপুনি

এই ধরনের উপসর্গ তো থাকেই, তার সঙ্গে পক্সের মতো গোটা বেরোয় সারা গায়ে। প্রথমে মুখ থেকে বেরোতে শুরু করে। তার পরে সারা গায়ে ছড়িয়ে পড়ে। ১ থেকে ৩ দিন লাগে গোটা বা ফোসকাগুলি বড় হতে। ১৪ দিন মতো লাগে সেগুলি শুকোতে।

কীভাবে ছড়ায় এই মাংকিপক্স:

তিনভাবে এই অসুখ ছড়াতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

  • অন্য প্রাণী থেকে মানুষে: সংক্রমিত প্রাণী থেকে মানুষের মধ্যে এটি ছড়াতে পারে। সংক্রমিত প্রাণীর ক্ষত, কামড়, লালা থেকে মানুষ আক্রান্ত হতে পারে এতে। শুধু তাই নয়, সংক্রমিত কোনও প্রাণীর মাংস ঠিক করে সময় নিয়ে রান্না না করা হলেও, তা থেকে ছড়াতে পারে এই অসুখ।
  • মানুষ থেকে মানুষে: খুবই বিরল। তবু হাঁচি-কাশি বা লালারস থেকে ছড়াতে পারে।
  • বস্তু থেকে মানুষে: সাধারণত সংক্রমিত মানুষের বিছানা বা জামাকাপড় থেকে অন্য কেউ আক্রান্ত হতে পারেন।

কীভাবে বোঝা যাবে মাংকিপক্স কি না:

চিকিৎসক বলছেন, উপসর্গগুলি দেখে রক্ত পরীক্ষা করলে বা লিম্ফ নোডের বায়োপসি করলে এই রোগ টের পাওয়া যায়।

কীভাবে এই রোগ থেকে বাঁচবেন:

চিকিৎসক কয়েকটি নিয়ম মেনে চলার কথা বলছেন।

  • হাত পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বার বার ভালো করে হাত ধুতে হবে।
  • ভালো করে রান্না না করা মাংস খাবেন না।
  • সংক্রমিত প্রাণীদের থেকে দূরে থাকুন।
  • কেউ আক্রান্ত হলে তাঁদের জিনিসপত্র ব্যবহার করার আগে সচতেন হন।

চিকিৎসকের কথায় এই রোগ থেকে বাঁচার সপ্ষ্ট কোনও উপায় নেই। তবে যাঁদের পক্সের টিকা নেওয়া থাকে, তাঁদের ক্ষেত্রে এই রোগ ভয়ঙ্কর আকার ধারণ করার আশঙ্কা কম।

টুকিটাকি খবর

Latest News

‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.