হাতি, কুকুরের পর যদি কোনও প্রাণী মানুষের সব থেকে ভালো বন্ধু হয়ে উঠতে পারে, সে হলো হাতি। হাতির ব্যবহার যেমন মিষ্টি তেমন হাতির স্মৃতিশক্তিও তুখোড়। কিন্তু সময়ের সাথে সাথে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে বহু প্রজাতির হাতি, এই সমস্যা থেকে হাতিদের উদ্ধার করার জন্যই প্রতি বছর পালন করা হয় বিশ্ব হাতি দিবস।
বিশ্ব হাতি দিবস কবে পালন করা হয়?
প্রতি বছর ১২ আগস্ট বিশ্ব হাতি দিবস পালন করা হয়। চলতি বছর এই দিনটি সোমবার পালন করা হবে।
বিশ্ব হাতি দিবসের উদ্দেশ্য
বাস্তুতন্ত্রে হাতির গুরুত্ব অপরিসীম, সারাবিশ্বে হাতির সংখ্যা যাতে কোনও ভাবে কমে না যেতে পারে, সেই উদ্দেশ্যেই পালন করা হয় বিশ্ব হাতি দিবস। বাস্তু তন্ত্রের জন্য হাতি কতটা গুরুত্বপূর্ণ, হাতিদের রক্ষা করা কতটা প্রয়োজন, সেই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই পালন করা হয় বিশ্ব হাতি দিবস।
(আরও পড়ুন: সেল ফোনের ব্যাটারি চিবিয়ে ঘরে আগুন ধরিয়ে দিল পোষ্য, ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো)
বিশ্ব হাতি দিবসের ইতিহাস
২০১২ সালে থাইল্যান্ড ভিত্তিক এলিফ্যান্ট রিইন্ট্রোডাকশান ফাউন্ডেশন এর সাথে কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা প্যাট্রিসিয়া এবং মাইকেল ক্লার্ক দ্বারা প্রথম পালিত হয় বিশ্ব হাতি দিবস। ২০১২ সাল থেকে এই দিনটির নেতৃত্ব দেন প্যাট্রিসিয়া সিমস। এই দিনটিতে প্রতিবছর মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ভার নিজের কাঁধে তুলে নেয় ওয়ার্ল্ড এলিফ্যান্ট সোসাইটি নামে এক সংস্থা।
বিশ্ব হাতি দিবসের তাৎপর্য
ন্যাশনাল জিওগ্রাফির মতে, গত ৭৫ বছরে হাতির সংখ্যা আনুমানিক ৫০ শতাংশ কমে গেছে। এই মুহূর্তে সারাবিশ্বে আনুমানিক ২০ হাজার থেকে ৪০ হাজার এশিয়ান হাতি অবশিষ্ট রয়েছে। এই হাতির সংখ্যা যেন ভবিষ্যতে আর কমে না যায় তার জন্যই প্রতিবছর পালন করা হয় বিশ্ব হাতি দিবস।
(আরও পড়ুন: সামনেই তিন-চার দিনের ছুটি? তাহলে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট জায়গাগুলি থেকে)
আপনি কীভাবে পালন করতে পারেন বিশ্ব হাতি দিবস?
এই দিনটি কাছের কোনও চিড়িয়াখানায় একটি ইভেন্ট-এর মাধ্যমে আপনি বিশ্ব হাতি দিবস পালন করতে পারেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় লেখালেখির মাধ্যমে আপনি সকলের সামনে তুলে ধরতে পারেন হাতি দিবসের তাৎপর্য, উদ্দেশ্য। এইভাবেই সকলের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আপনি বিশ্ব হাতি দিবস পালন করতে পারেন।