প্রায় তিন বছর হয়ে গেল একদম নতুন একটি ভাইরাস মানুষের স্বাভাবিক জীবন পুরো লণ্ডভণ্ড করে দিয়েছে। বারবার যখন মনে হয়েছে, এবার বুঝি করোনার প্রকোপ কমল, তখন বারবার নতুন রূপ নিয়ে ফিরে এসেছে করোনা আর ঝামেলায় ফেলেছে সকলকে। এর আগে আল্ফা, বিটা, ডেল্টা হয়ে ওমিক্রনে এসে দাঁড়িয়েছে এই ভাইরাস। প্রতিটি রূপই নিজের নিজের মতো করে অস্বস্তি বাড়িয়েছে, প্রাণসংশয় সৃষ্টি করেছে অনেকের। আবার নতুন এক করোনার সম্মুখীন হচ্ছে দুনিয়া। এটির নাম ওমিক্রন BF.7। চিনে বিপুল গতিতে ছড়িয়েছে এই ভাইরাস।
কী এই ওমিক্রন BF.7? কতটা ভয়ের এটি? জেনে নিন, এ সম্পর্কে কী কী তথ্য জানা গিয়েছে এখনও পর্যন্ত।
১। এই BF.7 ওমিক্রন আসলে এটির প্রকৃত নাম নয়। এর নাম BA.5.2.1.7। সংক্ষেপে এটিকে BF.7 বলা হচ্ছে। এটি ওমিক্রন BA.5-এর একটি ভাগ।
২। এটি অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এমনকী যাঁদের টিকা নেওয়া আছে, তাঁরাও সংক্রমিত হতে পারেন এতে। এমনই মনে করা হচ্ছে।
৩। এই ভাইরাসটির প্রজনন ক্ষমতা ১০ থেকে ১৮.৬ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ একজন এই ওমিক্রনে সংক্রমিত হলে তিনি ১০ থেকে ১৮.৬ জনকে এতে সংক্রমিত করতে পারেন।
৪। এই ওমিক্রনের উপসর্গগুলিও আগের মোটামুটি আগের ওমিক্রনের মতোই। জ্বর, কাশি, গলাব্যথা, সর্দি, ক্লান্তি, বমি, ডায়েরিয়া। যাঁধের রোগ প্রতিরোধ শক্তি দুর্বল, তাঁরা বেশি কাহিল হয়ে পড়তে পারেন এই ওমিক্রন সংক্রমণে।
৫। মঙ্গলবার চিনে ব্যাপক ছড়িয়েছে এই ভাইরাসের সংক্রমণ। ৩০৪৯ জন আক্রান্ত হয়েছেন এক দিনে।
বিশেষজ্ঞরা এখনও পর্যন্ত বলছেন, ভারতে এই করোনা নিয়ে তেমন ভয়ের কিছু নেই। কারণ ভারত এখনও পর্যন্ত দারুণ ভাবে করোনা মোকাবিলা করেছে এবং দেশের বেশির ভাগ মানুষের কোভিডের বিরুদ্ধে রোগ প্রতিরোধ শক্তি দারুণ ভাবেই তৈরি হয়েছে। তবু সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সকলকে।