বাংলা নিউজ > টুকিটাকি > Viral Photo of Barack Obama Mannequin: দীপাবলির পার্টিতে এ কী পোশাকে সাজলেন ‘ওবামা’! সোশ্যাল মিডিয়া উত্তাল ছবি দেখে

Viral Photo of Barack Obama Mannequin: দীপাবলির পার্টিতে এ কী পোশাকে সাজলেন ‘ওবামা’! সোশ্যাল মিডিয়া উত্তাল ছবি দেখে

দীপাবলিতে বারাক ওবামার সাজ কেমন?

Barack Obama Mannequin with Diwali Dress: দীপাবলির পার্টিতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের সাজ কেমন? ছবি দেখে হতবাক সোশ্যাল মিডিয়া। 

সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে একটি ছবিতে। সেই ছবির সঙ্গে দাবি করা হয়েছে, এটিই নাকি এবার দীপাবলিতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সাজ। বিষয়টি ঠিক কী?

আমেরিকায় প্রবাসী ভারতীয়ের সংখ্যা নেহাত কম নয়। আর সেই কারণে ইদানীং আমেরিকাতেও বড় উৎসবের চেহারা নিয়েছে দীপাবলি। এমনকী কোনও কোনও জায়গায় ছুটিও দেওয়া হয় এই উপলক্ষ্যে। আমেরিকার বহু নামজাদা মানুষও অংশগ্রহণ করেন এতে। কিন্তু তা বলে কি প্রাক্তন প্রেসিডেন্টও?

হালে যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেটি একটি নীল শেরওয়ানির। সেই পোশাকটি যাকে পরে থাকতে দেখা গিয়েছে, তাকে পুরোপুরি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার মতোই দেখতে। আর সেই থেকেই এই আলোচনা বিরাট আকার নিয়েছে। তবে কি এবার নীল রঙের শেরওয়ানি পরে দীপাবলি পালন করবেন ওবামা? বিষয়টি সত্যি কী?

আসলে বিষয়টি মোটেও তা নয়। যে ছবি ভাইরাল হয়ে গিয়েছে, সেটি মোটেও আমেরিকার নয়। সেটি ভারতেরই একটি দোকানের। দীপাবলির আগে সেই দোকানে পোশাক সাজিয়ে রাখা হয়েছিল। আর সেই কারণেই দোকানের সেরা কিছু পোশাক পরিয়ে দেওয়া হয় ম্যানেকিন বা পুতুলের গায়ে। তেমনই একটি ম্যানেকিন বা পুতুলকে অবিকল দেখতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের মতো। আর সেখান থেকেই ছড়িয়ে পড়েছে ছবি। অনেকেই বলেছেন, দেখে মনে হচ্ছে, ঠিক যেন ওবামা স্বয়ং শেরওয়ানি পরে দাঁড়িয়ে রয়েছেন।

তবে এখানেই রসিকতার শেষ হয়নি। কেউ কেউ বলেছেন, এটি যদি ওবামার পোশাক হয়, তাহলে দেখার ইচ্ছা রয়েছে, তাঁর স্ত্রী মিশেল এই দীপাবলিতে কেমন পোশাক পরবেন। কেউ কেউ আবার বলেছেন, ওবামাকে যত পোশাকে দেখেছেন, তার মধ্যে নাকি এটাই সেরা। এটিতেই সবচেয়ে ভালো মানিয়েছে ‘তাঁকে’।

বন্ধ করুন