পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > The World as 100 People: এক ছবিতেই পরিষ্কার কোন ধর্ম কত জনের, ক’জনই বা কথা বলেন বাংলায়, দেখে নিন ছবিটি
হালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। বলা ভালো, একটি ডায়াগ্রাম। যা থেকে পরিষ্কার টের পাওয়া যাচ্ছে পৃথিবীর কত শতাংশ মানুষ কোন কোন প্রাথমিক পরিষেবা কী পরিমাণে পান? তাছাড়া কত শতাংশ মানুষ কোন ভাষায় কথা বলেন, কত শতাংশ মানুষের ধর্ম কী, কত শতাংশ গ্রামে আর কত শতাংশ শহরে থাকেন— তাও বলে দিচ্ছে এই ছবিটি।
যদি পৃথিবীতে মাত্র ১০০ জন মানুশ থাকতেন, তাহলে শতাংশের নিরিখে ছবিটা কেমন হত, তা নির্ণয় করে 100people.org নামের একটি সংস্থা। World Economic Forum-ও এই সমীক্ষাটিকে সমর্থন করে। কী বলা হচ্ছে এই ডায়াগ্রামে:
লিঙ্গ (শতাংশ)
- নারী: ৫০
- পুরুষ: ৫০
ভাষা (শতাংশ)
- চিনা: ১২
- স্প্যানিশ: ৫
- ইংরেজি: ৫
- আরবি: ৩
- হিন্দি: ৩
- বাংলা: ৩
- পর্তুগিজ: ৩
- রাশিয়ান: ২
- জাপানি: ২
- অন্যান্য: ৬২
পুষ্টি (শতাংশ)
- অতিরিক্ত ওজন: ২১
- পর্যাপ্ত পুষ্টি: ৬৩
- অপুষ্টি: ১৫
- ক্ষুধার্ত: ১
ফোন (শতাংশ)
- আছে: ৭৫
- নেই: ২৫
ইন্টারনেট (শতাংশ)
- আছে: ৩০
- নেই: ৭০
লেখা-পড়া (শতাংশ)
- জানেন: ৮৩
- জানেন না: ১৭
বয়স (শতাংশ)
- ০ থেকে ১৪ বছর: ২৬
- ১৫ থেকে ৬৪ বছর: ৬৬
- ৬৫-র উপরে: ৮
কোন মহাদেশে কত জন (শতাংশ)
- ইউরোপ: ১১
- উত্তর আমেরিকা: ৫
- দক্ষিণ আমেরিকা: ৯
- আফ্রিকা: ১৫
- এশিয়া: ৬০
নিরাপদ পানীয় জল (শতাংশ)
- পান: ৮৭
- পান না: ১৩
ধর্ম (শতাংশ)
- খ্রিস্টান: ৩৩
- মুসলমান: ২২
- হিন্দু: ১৪
- বৌদ্ধ: ৭
- অন্যান্য: ১২
- ধর্মহীন বা ধর্মবিশ্বাসী নন: ১২
এই পরিসংখ্যানটি হালে জনপ্রিয় হয়েছে নেটমাধ্যমে। দ্রুত ছড়িয়ে পড়েছে অনেকের কাছে।