1/7ট্রেনের গেটের কাছে দাঁড়িয়ে অনেকেই ফোনে কথা বলতে বাধ্য হন। সেক্ষেত্রে তো বটেই, তাছাড়া অন্য কারণে ফোন ঘাঁটতে গিয়েও ঘটে যেতে পারে এই বিপত্তি। চলন্ত ট্রেন থেকে ফোন পড়ে যেতেই পারে রেললাইনে। সেক্ষেত্রে কী করবেন? ফোনটি ফেরত পাবেন কী করে?
2/7এই অবস্থায় কী করা উচিত? অনেকেই ভাবতে পারেন, এই সময়ে চেন টেনে ট্রেন থামানো যেতে পারে। তার পরে লাইন নেমে খুঁজে নিতে পারেন ফোন। কিন্তু বিষয়টি অত সহজও নয়।
3/7এই ধরনের পরিস্থিতিতে চেন টেনে ট্রেন থামালে মোটা টাকা জরিমানা হতে পারে। অনেকে ভাবতেই পারেন, হোক না মোটা টাকা জরিমানা, তো তো কোনওভাবেই দামি ফোনের দামের চেয়ে বেশি হবে না, তাহলে চেনে টেনে ট্রেন থামানোই যায়। কিন্তু বিষয়টি মোটেই তা নয়। কারণ জরিমানার সঙ্গে কারাবাসও হতে পারে এর ফলে।
4/7তাহলে কী করবেন? প্রথমেই জেনে রাখা দরকার, ফোন যদি এমন কোনও জায়গায় পড়ে গিয়ে থাকে, যার চারপাশে বিশেষ জনবসতি নেই, তাহলে সেই ফোন ফিরে পাওয়ার ভালো সম্ভাবনাই থাকে। তাই অহেতুক ভয় পেয়ে লাভ নেই। এর পরে কী করবেন?
5/7হাতা থেকে মোবাইল ফোন পড়ে গেলে ঘাড় ঘুরিয়ে সেই মোবাইল ফোনটি দেখার চেষ্টা না করে আশপাশের পোস্টে লেখা নম্বর দেখার চেষ্টা করুন। রেললাইনের পাশের পোস্টে নীল রঙে যে নম্বর লেখা থাকে, সেটি দেখে নিন।
6/7আপনার কাছে যদি কোনও অতিরিক্ত ফোন থাকে, তাহেল সেটি থেকে, না হলে কোনও সহযাত্রীর ফোন থেকে RPF-এর নিরাপত্তা সংক্রান্ত হেল্পলাইন নম্বর ১৮২-তে ফোন করুন। এবং বলে দিন, কোন দুই স্টেশনের মাঝে এবং কত নম্বর পোস্টের আশপাশে আপনার ফোন পড়ে গিয়েছে।
7/7এর পরে RPF-এর তরফে ফোন উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। ফোন পাওয়া গেলে আপনাকে জানিয়ে দেওয়া হবে, সেটি নিকটবর্তী কোন স্টেশনে রাখা আছে। আপনি পরে সেই স্টেশনে গিয়ে আপনার পরিচয় দিয়ে ফোন সংগ্রহ করে নিতে পারেন।