পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > What is Surrogacy: সারোগেসির মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, কী এই সারোগেসি, জেনে নিন খুঁটিনাটি
যে মহিলারা সন্তানধারণ করতে পারেন না, তাঁদের হয়ে অন্য কেউ গর্ভে সন্তানধারণ করে দিলে, তাকে বলা হয় সারোগেসি। কিন্তু বিষয়টি মোটেই সহজ সরল নয়। এতে যেমন রয়েছে চিকিৎসা সংক্রান্ত জটিলতা, তেমনই রয়েছে নানা আইনি বিষয়ও। এক ঝলকে দেখে নেওয়া যাক, এই সারোগেসির বিষয়টি কী।
কী কী ধরনের সারোগেসি হতে পারে:
- Traditional surrogacy: এক্ষেত্রে বাবার শুক্রাণু সারোগেট মায়ের শরীরে কৃত্রিম উপায়ে প্রতিস্থাপন করা হয়। সারোগেট মা এখানে সন্তানের বায়োলজিক্যাল। বাবার শুক্রাণু কাজ না করলে অন্য ডোনারের শুক্রাণু দিয়ে কাজ চালানো হয়।
- Gestational surrogacy: এক্ষেত্রে মায়ের ডিম্বাণুকে বাবার শুক্রাণু দিয়ে ফার্টিলাইজ করে তা সারোগেট মায়ের জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয়। এক্ষেত্রে ডিম্বাণু প্রদানকারী মা সন্তানের বায়োলজিক্যাল মা। এটি সবচেয়ে জনপ্রিয় সারোগেসির পদ্ধতি। আমেরিকায় এই পদ্ধতির চলই সবচেয়ে বেশি। এক্ষেত্রে বাবা-মায়ের সঙ্গে সন্তানের জিনগত মিল থাকে। সারোগেট মায়ের সঙ্গে থাকে না।
মূলত এই দু’টিই সারোগেসির প্রধান পদ্ধতি। যদিও এর বাইরেও রয়েছে কয়েকটি অন্য নিয়মও। তার ভিত্তিতে ভাগ করা হয় সারোগেসিকে।
- Altruistic surrogacy: এক্ষেত্রে কোনও যুগল সারোগেট মা’কে তাঁদের সঙ্গে এসে থাকতে বলেন। সারোগেটের খরচ তাঁরাই বহন করেন।
- Commercial surrogacy: অর্থের বিনিময়ে কাউকে সারোগেসির দায়িত্ব দেওয়া হয়। এটি ভারতে নিষিদ্ধ।
সারোগেসির আগে মনে রাখতে হবে কী কী?
- এমন সারোগেট বাছা হয় যাঁর রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, থাইরয়েডের মাত্রা স্বাভাবিক। মানসিক স্বাস্থ্যের বিষয়টিও দেখা হয় সারোগেট নির্বাচনের আগে।
- এমন সারোগেট মা নির্বাচন করা হয়, এর আগে যিনি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন।
ভারতে সারোগেসির নিয়ম:
- যাঁরা সারোগেসির মাধ্যমে বাবা-মা হতে চান, তাঁদের নিকট আত্মীয়ের মধ্যে থেকেই কাউকে সারোগেট মা হতে হবে।
- সারোগেটের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- অর্থের বিনিময়ে সারোগেসি নিষিদ্ধ। তাই সন্তানের বাবা-মা শুধুমাত্র চিকিৎসার খরচ আর বিমার খরচ দেবেন। অতিরিক্ত কোনও খরচ দেবেন না।
- জীবনে মাত্র একবারই সারোগেট মা সারোগেসির সন্তান ধারণ করতে পারবেন। আগে তিন বার পর্যন্ত সারোগেট মা হতে পারতেন কেউ।
বিদেশের সারোগেসির নিয়মের সঙ্গে ভারতের সারোগেসির নিয়মের বেশ কিছু পার্থক্য রয়েছে। সেগুলি ভালো করে জেনে তবেই এগোতে হবে।