প্রতিবছর সারা বিশ্বে ৫ অক্টোবর শিক্ষক দিবস পালন করা হলেও ভারত বর্ষে পালন করা হয় ৫ সেপ্টেম্বর। সারা বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালন করার একমাস আগে শিক্ষক দিবস পালন করার একটি অন্যতম কারণ হলো, ৫ সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ-এর জন্মদিন। আজ শিক্ষক দিবস উপলক্ষে জানুন শিক্ষক দিবস সম্পর্কে নানা অজানা কথা।
শিক্ষক দিবসের ইতিহাস
১৯৬২ সালে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জানা যায়, প্রাক্তন এই রাষ্ট্রপতি জন্মদিন পালন করতে চেয়েছিলেন তাঁর বন্ধু-বান্ধব এবং কয়েকজন ছাত্র। জন্মদিনের কথা শুনে তিনি বলেন, আলাদা ভাবে তাঁর জন্মদিন পালন না করে দেশের সমস্ত শিক্ষকদের জন্য যদি পালন করা হয়, তাহলে তিনি গর্ববোধ করবেন। রাধাকৃষ্ণণ - এর এই কথাকে সম্মান দেওয়ার জন্যই তাই ১৯৬২ সালের ৫ সেপ্টেম্বর থেকে প্রতি বছর পালন করা হয় শিক্ষক দিবস।
(আরও পড়ুন: চাকরি ছেড়ে সবজির গুঁড়ো পাউডার বিক্রি করে কামাল IIM স্নাতকের)
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ- এর জীবনী
১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ। চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেছিলেন তিনি। তিনি অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এক কথায়, ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে এই নামটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ নাম।
শিক্ষক দিবসের অজানা তথ্য
ভারতবর্ষে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হলেও জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, রোমানিয়া, সার্বিয়ার মতো বেশ কয়েকটি দেশে শিক্ষক দিবস পালন করা হয় ৫ অক্টোবর। ২৮ ফেব্রুয়ারি লিবিয়া, মরক্কো আলজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলিতে শিক্ষক দিবস পালন করা হয়। এছাড়া বিশ্বের ১০০টির বেশি দেশে শিক্ষক দিবস পালন করা হয় আলাদা আলাদা দিনে।
(আরও পড়ুন: মেয়েকে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন মুকেশ আম্বানি, ভাইরাল সেই ফুটেজ)
১৯৪৪ সালে আমেরিকার মৈটে ওয়ারেটে উডব্রিজ সর্বপ্রথম শিক্ষক দিবসের পক্ষে কথা বলেছিলেন। ১৯৫৩ সালে এই প্রসঙ্গে কথা বলেন মার্কিং কংগ্রেস। ১৯৮০ সাল থেকে ৭ মার্চ সারা বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালন করা শুরু হয়। পরবর্তীকালে মে মাসের প্রথম মঙ্গলবার শিক্ষক দিবস পালন করা শুরু হয়। সিঙ্গাপুরে সেপ্টেম্বরের প্রথম শুক্রবার পালন হয় শিক্ষক দিবস। পরবর্তীকাল অর্থাৎ ১৯৯৪ সাল থেকে ৫ অক্টোবর সারা বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালন করা শুরু করে ইউনেস্কো।