বাংলা নিউজ > টুকিটাকি > World Lion Day: কবে পালন করা হয় বিশ্ব সিংহ দিবস, কেনই বা এই দিনটি পালন করা হয়
পরবর্তী খবর

World Lion Day: কবে পালন করা হয় বিশ্ব সিংহ দিবস, কেনই বা এই দিনটি পালন করা হয়

কেন ‘বনের রাজা’র দিন পালন করা হয় (pixabay)

World Lion Day: কেন ‘বনের রাজা’র দিন পালন করা হয়। কী উদ্দেশ্য এই দিনটি পালন করার? জানুন। 

সিংহ হলো এমন একটি প্রাণী, যার ব্যক্তিত্ব অন্য প্রাণী থেকে একেবারে আলাদা। সিংহের এই গুরুগম্ভীর চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই সিংহকে বনের রাজা বলা হয়। তবে দুর্ভাগ্যবশত অন্য সমস্ত বন্যপ্রাণীর মত সিংহও এখন অস্তিত্ব সংকটে রয়েছে, আর এই সংকট থেকে সিংহদের বের করে নিয়ে আসার উদ্দেশ্য নিয়েই পালন করা হয় বিশ্ব সিংহ দিবস।

কবে পালন করা হয় বিশ্ব সিংহ দিবস? 

 

প্রতি বছর ১০ আগস্ট পালন করা হয় বিশ্ব সিংহ দিবস। চলতি বছর এই দিনটি শনিবার পালন করা হবে।

বিশ্ব সিংহ দিবসের তাৎপর্য 

 

বন্য শিকারীদের উৎপাত, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন এবং অবক্ষয়ের ফলে বিশ্বজুড়ে বহু সিংহের বাসস্থানের ক্ষতি হয়েছে। বিশ্বজুড়ে যত সিংহ রয়েছে তাদের প্রাকৃতিক সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য বিশ্ব সিংহ দিবস পালন করা হয়।

(আরও পড়ুন: অলিম্পিক্সে PIN Trading কী? প্রায় চার দশক ধরে চলে আসছে এই ট্র্যাডিশন)

বিশ্ব সিংহ দিবসের ইতিহাস 

 

২০১৩ সালে প্রথম বিশ্ব সিংহ দিবস পালন করা শুরু হয় বিগ ক্যাট রেসকিউ দ্বারা। বিগ ক্যাট রেসকিউ হল সিংহদের জন্য নিবেদিত এমন একটি সংস্থা, যা বিশ্বের বৃহত্তম স্বীকৃত অভয়ারণ্য এবং ডেরেক ও বেভারলি জুবার্ট দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল।

২০০৯ সালে নিরাপত্তা প্রদান করার উদ্দেশ্যে জুবার্ট ন্যাশনাল জিওগ্রাফিক সঙ্গে যোগাযোগ করেন এবং বিগ ক্যাট ইনিশিয়েটিভ নিয়ে আসার জন্য তাদের সঙ্গে একটি অংশীদারিত্ব গঠন করেন। পরবর্তীকালে ২০১৩ সালে তারা ন্যাশনাল জিওগ্রাফি এবং বিগ ক্যাট ইনেশিয়াটিভকে একটি ব্যানারে একত্রিত করার উদ্যোগ শুরু করেন, যাতে বন্য অঞ্চলে সিংহদের সুরক্ষা প্রদান করা যায়, সাথে বিশ্ব সিংহ দিবস পালন করার কর্মসূচি গ্রহণ করা হয়।

(আরও পড়ুন: জীবদ্দশায় সিওপিডি-তে আক্রান্ত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ঠিক কী এই অসুখ?)

আপনি কীভাবে বিশ্ব সিংহ দিবস পালন করতে পারেন? 
 

বিশ্ব সিংহ দিবসে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান, ফটোগ্রাফির মাধ্যমে আপনি বিশ্ব সিংহ দিবস পালন করতে পারেন। বিভিন্ন বন্যপ্রাণী সংগঠন গোষ্ঠীর সাহায্যে চিড়িয়াখানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করতে পারেন।

মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিকার বিরোধী তহবিল তৈরি করতে পারেন যেখানে সংগৃহীত অর্থের মাধ্যমে আপনি সিংহের প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পারেন।

বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া একটি বড় মাধ্যম, সকলের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য। আপনি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি বা ছবি পোস্ট করার মাধ্যমে এই দিনটির যথাযথ উদ্দেশ্য সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারেন।

Latest News

'৫০০ কোটি ডলার চাইব', বলেছিলেন ইউনুস, শেষে ২ বিলিয়নই পেল বাংলাদেশ কুলদীপ বাদ! মানতে পারছেন না মঞ্জরেকর, ভালো খেলেও চেন্নাই টেস্টে নেই সরফরাজ খান পেজারের পর ওয়াকিটকি, পকেটে পকেটে বিস্ফোরণ লেবাননে, মৃত ৩২, জখম ৩২৫০ মধুমিতার জীবনে এসেছে নতুন কেউ? কার নামে সিঁদুর পরছেন নায়িকা? 'আমি কি জনপ্রিয়?' ছেলের 'গুগলি' প্রশ্নে টলমল করিনা! জবাবে তৈমুরকে কী বললেন বেবো ‘আমি কি মুটিয়ে যাচ্ছি?’ বরকে সটান প্রশ্ন ক্যাটরিনার, কী জবাব দেন ভিকি কেন শুধু গয়াতে পিণ্ডদানের এত গুরুত্ব? কবে থেকে কে শুরু করেন এই প্রথা জেনে নিন কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল ‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.