বর্তমান যুবসমাজ এমন একটি জেনারেশন, যারা একদিকে যেমন নিজের ক্যারিয়ারের জন্য লড়াই করছে তেমন অন্যদিকে বিভ্রান্ত হচ্ছে সোশ্যাল মিডিয়ার দ্বারা। দক্ষতা থাকা সত্ত্বেও সঠিকভাবে সেটিকে প্রয়োগ করতে না পারায় অচিরেই সেগুলি হারিয়ে যাচ্ছে যুব সমাজের মানুষের জীবন থেকে। আর এই সচেতনতা বাড়ানোর জন্যই প্রতিবছর পালন করা হয় বিশ্ব যুব দক্ষতা দিবস।
কবে পালন করা হয় বিশ্ব যুব দক্ষতা দিবস?
প্রতিবছর ১৫ জুলাই পালন করা হয় বিশ্ব যুব দক্ষতা দিবস। চলতি বছর এই দিনটি সোমবার পালন করা হবে।
(আরও পড়ুন: সলমনের হাত ধরে ছবি তুললেন ঐশ্বর্য? কী করে ঘটল এমন কাণ্ড)
বিশ্ব যুব দক্ষতা দিবসের তাৎপর্য
শুধুমাত্র গতানুগতিক পড়াশোনা করে নয়, ব্যবহারিক দক্ষতার মাধ্যমেও যে নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করা যায় সেই সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই দিনটি উদযাপন করা। কারিগরি কাজকর্ম, লেখালেখি, আঁকা, গান, নাচ অথবা যে কোনও দক্ষতাকে কাজে লাগিয়ে যে নিজের ক্যারিয়ার তৈরি করা যায়, সেটাই সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই হল এই দিনটির তাৎপর্য।
বিশ্ব যুব দক্ষতা দিবসের ইতিহাস
২০১৪ সালে ১৫ জুলাই দিনটিকে জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে ঘোষণা করে। তরুণদের মধ্যে দক্ষতার গুরুত্ব তুলে ধরার জন্যই এই দিনটি পালন করা হয়। যুব সম্প্রদায়ের মধ্যে কারিগরি দক্ষতা, বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্যই এই দিনটি পালন শুরু করা হয়।
(আরও পড়ুন: রাধিকার অনন্ত প্রেম, হাতে আঁকা লেহেঙ্গা পরে রাজরানি আম্বানির বউমা)
বিশ্ব যুব দক্ষতা দিবস ২০০৪, থিম
২০২৪ সালে বিশ্ব যুব দক্ষতা দিবসের থিম হল,'শান্তি ও উন্নয়নের জন্য যুব দক্ষতা' । চাকরির বাজারে ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য এবং ভবিষ্যৎ জীবনে সুযোগ এবং চ্যালেঞ্জের জন্য যুব সম্প্রদায়কে প্রস্তুত করার জন্যই এই থিম তৈরি করা হয়েছে।
আপনি কীভাবে পালন করবেন বিশ্ব যুব দক্ষতা দিবস?
এই দিন বিভিন্ন ইভেন্ট এবং কার্যক্রমের পরিকল্পনা করে আপনি পালন করতে পারেন বিশ্ব যুব দক্ষতা দিবস। এই ইভেন্ট গুলির মাধ্যমে যুব দক্ষতার গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং দক্ষতা অনুযায়ী মানুষের কর্মসংস্থানের নিশ্চিতকরণ করার মাধ্যমেই এই দিনটি পালন করতে পারেন আপনি।