বাংলা নিউজ > টুকিটাকি > Child's Mind Reading: কোন প্রশ্নটি বারবার করে শিশু মন? উত্তর শুনে কষ্ট পাবেন আপনিও
পরবর্তী খবর

Child's Mind Reading: কোন প্রশ্নটি বারবার করে শিশু মন? উত্তর শুনে কষ্ট পাবেন আপনিও

কোন প্রশ্নটি বারবার করে শিশু মন? (pixabay)

Question in child's mind: কোন প্রশ্নটি বারবার করে শিশু মন? জানেন কী সেই প্রশ্ন? কখন করে এই প্রশ্ন গুলি? উত্তর শুনে কষ্ট পাবেন আপনিও। 

শিশু মন হয় সব থেকে বেশি কৌতুহলী। পৃথিবী কেন গোল, চাঁদ কেন এক সঙ্গে হাঁটছে, এমন হাজারো প্রশ্ন তাদের মনে ঘুরপাক খেতে থাকে। কিছু প্রশ্নের উত্তর তারা পায়, কিছু আবার পায় না। তবে জানেন কী, কোন প্রশ্নটি শিশু মানে সব থেকে বেশি ঘোরাফেরা করে? সম্প্রতি গবেষণায় উঠে এলো এমন কিছু তথ্য, যা অবাক করবে আপনাকে।

২০২৪ সালের জুন মাসে Amazon Alexa দ্বারা পরিচালিত একটি গবেষণায় মোট ৬টি শহরের ৭৫০ জন অভিভাবকদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। সমীক্ষায় জানা যায়, ৫৪ শতাংশ অভিভাবকরা মনে করেন, শিশুদের প্রশ্নের তখনই জবাব দেওয়া সম্ভব নয়। ৫২ শতাংশ অভিভাবক উত্তর না জানা থাকলে তখনই উত্তর জেনে তবে উত্তর দেন। ৪৪% পিতা-মাতা নিজের মন থেকে উত্তর তৈরি করার চেষ্টা করেন। ৩ শতাংশ পিতা-মাতা প্রশ্নকে উপেক্ষা করেন এবং ধমক দিয়ে শিশুকে চুপ করিয়ে দেন।

(আরও পড়ুন: ডায়াবেটিস হলে কি রুটি খাওয়া ঠিক নয়? কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা?)

কোন প্রশ্ন বেশি করে শিশুরা? 

 

শিশুদের প্রশ্নের মধ্যে রয়েছে, কীভাবে গাড়ি তৈরি করতে হয়? মহাবিশ্ব কত বড়? এটি বিমান কিভাবে ওড়ে? কীভাবে মাছ নিশ্বাস নেয় জলের মধ্যে? কেন আমরা শাকসবজি ধুই? শীত এবং গ্রীষ্মের মধ্যে কোন ঋতু আসে? কিন্তু ৬০ শতাংশ শিশু জিজ্ঞাসা করে, কেন বাবা মাকে কাজ করতে হবে? অর্থাৎ শিশু মন থেকে সবথেকে বেশি যে প্রশ্ন উঠে আসে, তা বাবা মায়ের কর্মক্ষেত্র নিয়ে প্রশ্ন।

কখন শিশুরা বেশি প্রশ্ন করে? 

 

সমীক্ষায় জানা গেছে, শিশুরা টিভিই দেখার সময় বেশি প্রশ্ন করে। ৬৩ শতাংশ অভিভাবক বলেন, টিভি দেখার সময় বাচ্চারা কৌতুহলী হয়ে পড়ে এবং একের পর এক প্রশ্ন করতে শুরু করে। এর মধ্যেও রয়েছে একাধিক প্রকারভেদ। ভ্রমণ বিষয়ে ৫৭ শতাংশ, অধ্যায়ন বিষয়ে ৫৬ শতাংশ, ডিভাইস সামগ্রী দেখে ৫২ শতাংশ, প্রাপ্তবয়স্কদের কথোপকথন শুনে ৫০ শতাংশ প্রশ্ন করে শিশুরা।

(আরও পড়ুন: দীর্ঘজীবী হতে চান? প্রাণ খুলে হাসুন)

কে উত্তর দেয় বাবা মা ছাড়া 

 

সমীক্ষা থেকে আরও জানা যায়, ৮০ শতাংশর বেশি অভিভাবক শিশুদের প্রশ্নের মুখোমুখি হয়ে অ্যালেক্সা বা অন্য ইলেকট্রনিক ডিভাইসের শরণাপন্ন হয়। শিশু মনের প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে দিতে পারেন না পিতা মাতারা, তাই বাচ্চাদের কৌতূহল মেটানোর জন্য বিজ্ঞানের সাহায্য নিতে হয়। তবে শুধু পিতা মাতা নয়, শিশুরাও প্রতিনিয়ত অ্যালেক্সাকে জিজ্ঞাসা করে চলেছে প্রশ্ন। প্রতিমাসে প্রায় ২৫ মিলিয়ন প্রশ্ন করা হয় অ্যালেক্সাকে।

Latest News

ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.