বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি অভিনব পন্থা নিল সামাজিক এবং সাংস্কৃতিক বিপত্তি এড়াতে। তারা একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে যে এখন থেকে মাঙ্কিপক্সের প্রতিটি ভ্যারিয়েন্টের সঙ্গে রোমান নম্বর জুড়ে দেওয়া হবে। এখন থেকে মাঙ্কিপক্সের যে নানান ধরন চিহ্নিত করা হয়েছে সেগুলোকে ক্লেড ১, ক্লেড ২, ক্লেড ২বি, ইত্যাদি বলে। আর এই ১, ২ সংখ্যাগুলোকে লেখা হবে রোমান হরফে।
হুয়ের এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে তারা একাধিক জায়গা থেকে বিরোধিতার সম্মুখীন হচ্ছেন। তাই নাম বদলানোর সিদ্ধান্ত নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মধ্য আফ্রিকায় মূলত কঙ্গো উপতক্যায় যে মাঙ্কিপক্সের সন্ধান পাওয়া গিয়েছে সেটাকে হুয়ের তরফে ক্লেড ১ নাম দেওয়া হয়েছে। আর পশ্চিম আফ্রিকার ভ্যারিয়েন্টকে বলা হচ্ছে ক্লেড ২। আবার এই ক্লেড ২ এর দুটো রূপ আছে যেগুলোকে ক্লেড ২এ এবং ক্লেড ২বি নাম দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে নাম বদলের এই সিদ্ধান্তটি তারা সবার সম্মতি নিয়েই করেছে যাতে জনজাতি, পেশাগত, সামাজিক বা অন্যান্য সমস্যা এড়ানো যায়। একই রকম ভাবে ব্যবসা, পর্যটনের ক্ষেত্রেও এর কুপ্রভাব এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।