বাংলা নিউজ > টুকিটাকি > এই অন্নপূর্ণাও দেবী, তবে রক্তমাংসে গড়া, সুরলোকে যদিও তাঁর পুজো হয় দেবী রূপেই

এই অন্নপূর্ণাও দেবী, তবে রক্তমাংসে গড়া, সুরলোকে যদিও তাঁর পুজো হয় দেবী রূপেই

ভারতীয় ধ্রুপদ সঙ্গীত কেন কখনও ভুলতে পারবে না অন্নপূর্ণা দেবীকে? 

জন্মসূত্রে নাম রোশনারা আলি। মহারাজা ব্রিজনাথ সিংহ তার নাম রাখেন অন্নপূর্ণা। ভারতীয় ধ্রুপদ সঙ্গীতে তাঁর অবদানের কথা লিখছেন রণবীর ভট্টাচার্য

আজ অন্নপূর্ণা পুজো। কথিত আছে, দেবী পার্বতীরই আর এক রূপ হলেন অন্নপূর্ণা আর তাঁর পুজো করলে বাড়িতে কোনও অন্নাভব থাকে না। সব অভাব, অভিমান ঘুচে সংসার শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে। তবে বাঙালির কাছে দেবী অন্নপূর্ণা যেমন খুবই কাছের, ঠিক সে রকমই সুরালকের এক অনন্য উজ্জ্বল হীরে হলেন সেতার সম্রাজ্ঞী অন্নপূর্ণা দেবী।

ইতিহাস তাঁর পরিচয় দিয়েছে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের কনিষ্ঠ কন্যা হিসেবে, বাঙালির কাছে তিনি পণ্ডিত রবিশঙ্করের প্রথমা স্ত্রী আর অনেকের কাছে আবার ওস্তাদ আলি আকবর খাঁ সাহেবের বোন। তবে সুর হোক বা তাল, সেতারের মূর্চ্ছনায় সর্বশক্তিমানের আশীর্বাদ পাওয়া অন্নপূর্ণা দেবী ছিলেন জীবন্ত কিংবদন্তি। বহির্বিশ্ব তাঁকে জেনেছে কম বা উনি হয়তো জানার সুযোগও দেননি সে রকম। তাই বলে ওঁর কৃতিত্ব এতটুকু কমে যায় না!

রোশনারা আলি আর অন্নপূর্ণা দেবী, একই মানুষ। মহারাজা ব্রিজনাথ সিংহ তার নাম রাখেন অন্নপূর্ণা।

বড় বোনকে তালিম দিলেও, ছোট মেয়ের ক্ষেত্রে অন্যথা করেছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব। কিন্তু যাঁর মধ্যে এত শেখার ইচ্ছা, এত প্রত্যয়, তাঁকে কি বঞ্চিত করা যায়? প্রথমে ধ্রুপদী কণ্ঠ সঙ্গীত আর তার পরে সেতার— নিজের কিংবদন্তি বাবা যখন গুরু, তখন সেরা হয়ে ওঠাটা বোধহয় স্বাভাবিক হয়।

মাইহারে তখন উপস্থিত পণ্ডিত রবিশঙ্করও, গুরুজির কাছে তালিম নিতে। ১৩ বছরের অন্নপূর্ণার সঙ্গে ১৯ বছরের রবির কোনও প্রেম ছিল না। সম্পূর্ণ একটি পারিবারিক বিয়ে হল। কিন্তু সেই বিয়ে সুখের হল না। একমাত্র ছেলে শুভশঙ্করের জীবনে অনেক উত্থান পতন ছিল, মাত্র পঞ্চাশেই পরলোকগমন করেন তিনি। তবে এই লেখা কিন্তু রবিশঙ্কর ও অন্নপূর্ণা দেবীর সম্পর্ক নিয়ে নয়। দু’জনেই কখনও কাদা ছোড়াছুড়ি করেননি জীবদ্দশায় আর সব সুখ হয়তো সকলের জন্য হয় না।

সেতারবাদক হিসেবে কেমন ছিলেন অন্নপূর্ণা দেবী?

ভারতের ইতিহাসে মহিলা কণ্ঠশিল্পীর অনেক উদাহরণ থাকলেও, ভীষণ জনপ্রিয় মহিলা ধ্রুপদী সেতারবাদক তেমনভাবে নেই বললেই চলে। ঐতিহাসিক ভাবে ভারতীয় সংস্কৃতিতে বাড়ির মেয়েদের গান বা নাচের তালিম দেওয়ার চর্চা রয়েছে। সেখানে অন্নপূর্ণা দেবী ছিলেন অনন্যা।

স্বয়ং উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব নিজের মেয়েকে তালিম দেওয়ার সময় বলেছিলেন, ‘তোমাকে গুরুর মতো শেখাতে চাই। কারণ তোমার মধ্যে কোনও লোভ নেই।’ খাস উস্তাদজির কাছে সুরবাহানের প্রশিক্ষণ হয়েছিল তাঁর।

পরবর্তীকালে তিনি পারফর্ম করা বন্ধ করে দিয়েছিলেন বটে কিন্তু সুরসাধনা থেমে যায়নি। একজন প্রকৃত সঙ্গীতজ্ঞ হিসেবে তালিম দিয়েছেন শিষ্যদের। যদি ওঁর শিষ্যদের কথা বলা হয়, সেখানে রয়েছে একের পর এক মহীরুহের নাম— হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ বাহাদুর খান, পণ্ডিত নিত্যানন্দ হলদিপুর, ওস্তাদ আশিস খান, অমিত ভট্টাচার্য, প্রদীপ বারট-সহ অনেক অনেক দিকপালেরা।

সুচিত্রা সেনের সঙ্গে ওঁর একটি বিশেষ ফারাক রয়েছে। সমাজ ও কাজ থেকে মহানায়িকার স্বেচ্ছাবসরের জন্য অনেক কারণ ছিল, গুণগত মান নিয়ে প্রশ্নও ছিল। কিন্তু অন্নপূর্ণা দেবী যত দিন বেঁচে ছিলেন, নিভৃতে সঙ্গীতের দীক্ষা দিয়ে গিয়েছেন অগণিত শিষ্য তথা গুণমুগ্ধকে।

তাই আজ অন্নপূর্ণা পুজোর দিনে নামের সাযুজ্যের কারণেই মনে পড়তে বাধ্য এই সুরের দেবীর কথাও। রোজকার মতোই আরও একবার শ্রদ্ধা জানাতে হবে অন্নপূর্ণা দেবীকে।

টুকিটাকি খবর

Latest News

IPL 2024 Points Table: GT-কে হারিয়ে এক লাফে ছয়ে উঠল DC, পতন হল শুভমনদের ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.