বাংলা নিউজ > টুকিটাকি > Happy friendship day: যাকে বন্ধু ভাবেন, এ আদৌ তার যোগ্য তো? বন্ধু দিবসে জানুন বন্ধু চেনার ৫ উপায়
পরবর্তী খবর

Happy friendship day: যাকে বন্ধু ভাবেন, এ আদৌ তার যোগ্য তো? বন্ধু দিবসে জানুন বন্ধু চেনার ৫ উপায়

বন্ধু দিবসে জানুন বন্ধু চেনার ৫ উপায় (pixabay)

Happy friendship day: যাকে বন্ধু ভাবেন, এ আদৌ তার যোগ্য তো? বন্ধু দিবসে জানুন বন্ধু চেনার ৫ উপায়। 

এই স্বার্থপর দুনিয়ায় খুব কম মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে। আপনি যদি তেমন কোনও মানুষের সঙ্গ পেয়ে থাকেন তাহলে সত্যিই আপনি একজন ভাগ্যবান ব্যক্তি। কিন্তু আপনি যে মানুষটিকে সৎ বন্ধু ভেবে কাছে টেনে নিচ্ছেন, সেই মানুষটি আপনার বন্ধুত্ব পাওয়ার যোগ্য তো?

কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তাই আপনার সঙ্গ কতটা ভালো সেটা জেনে নেওয়া ভীষণ দরকার। যাকে বন্ধু ভেবে সম্মান দিচ্ছেন, সে ভালো না খারাপ তা যাচাই করা খুব প্রয়োজন। আর এই যাচাই কীভাবে করবেন সেটাই আজকে জানানো হবে এই প্রতিবেদনে। চলুন জেনে নিন কীভাবে আপনি জানবেন, আপনার বন্ধুত্ব কতটা মজবুত।

(আরও পড়ুন: মাত্র ১ বছরেই ৪৮ কেজি ওজন কমালেন মহিলা, এই সহজ উপায়েই হয়েছে বাজিমাত)

স্পেস দেওয়া: সে যদি আপনার খুব কাছের বন্ধু হয়, তাহলে সে আপনার ভালো-মন্দ সবটাই বুঝতে পারবে। আপনার যে একটি ব্যক্তিগত স্পেস দরকার, সেটি বুঝে আপনাকে যথাযথ সম্মান করবে। তবে যদি সে আপনার সঠিক বন্ধু না হয়, তাহলে কোনও না কোনও ছুতোয় সে আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে। এমনটা হলে আপনি বুঝতে পারবেন আপনার বন্ধু মোটেই ভালো নয়।

যথাযথ কেয়ার করবে না: আপনার বন্ধু যদি আপনাকে ভালোবাসে, তাহলে সে আপনার মতামতের গুরুত্ব দেবে। হতেই পারে আপনার মতামত তার পছন্দ হচ্ছে না, কিন্তু সে ক্ষেত্রেও আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছবে সে। কিন্তু আপনার বন্ধু যদি ভালো না হয়, তাহলে আপনি কী বলতে চাইছেন সেটা শুনতেই চাইবে না সে। এমন কাজ হলে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে।

ক্ষমা চাওয়া: বন্ধুত্বের সম্পর্কের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে যায়। ভালো বন্ধু সেই, যে ভুলটা বুঝে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। আপনার বন্ধু যদি আপনাকে ভালো না বাসে, তাহলে অবশ্যই সে তার কৃতকার্যের জন্য ক্ষমা চেয়ে নেবে আপনার থেকে।

(আরও পড়ুন: মার্ক জুকারবার্গ কেন ভারি সোনার চেন পরছেন, অবশেষে মিলল উত্তর)

পজেজিভ: আপনার বন্ধু যদি আপনার প্রকৃত বন্ধু হয় তাহলে বুঝবেন যে সে ছাড়াও আপনার জীবনে অন্য কোনও মানুষ থাকতে পারে। অন্য কোনও ব্যক্তি বা বন্ধুর সঙ্গে সময় কাটালে যদি আপনার বন্ধু আপনাকে আঘাত দিয়ে কথা বলে তাহলে বুঝতে হবে আপনার বন্ধু মোটেই আপনাকে ভালোবাসে না।

আপনাকে মূল্য দেবে না: যে বন্ধু আপনার কাজের জন্য আপনাকে প্রশংসা করে, সেই বন্ধু আপনার প্রকৃত বন্ধু। কিন্তু যে আপনার ভালো কাজে প্রশংসা করার পরিবর্তে আপনাকে হিংসে করে, আর যাই হোক কখনও প্রকৃত বন্ধু হতে পারে না।

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.