Kissing Facts: চুমু খাওয়ার সময়ে আমাদের চোখ বন্ধ হয়ে আসে কেন? জেনে নিন কী বলছে বিজ্ঞান।
1/6 চুমু হল গভীর আবেগের বহিঃপ্রকাশ। অন্তরের ভালোবাসা যখন বাহ্যিক রূপ নেয়, তখন মানুষ সেটি প্রকাশের মাধ্যম হিসেবে চুমুকে বেছে নেয়। কিন্তু চুমু খেতে গেলে চোখ বন্ধ হয়ে যায় কেন? কখনও ভেবে দেখেছেন কি এটি।
2/6 অনেকে মনে করেন, এর পিছনে রয়েছে লজ্জা। কেউ কেউ আবার মনে করেন, মুখের অত কাছে আর একজন থাকায় চোখ আপনা থেকে বন্ধ হয়ে যায়। সত্যিই কি তাই? কী বলছে বিজ্ঞান? জেনে নেওয়া যাক।
3/6 গবেষকরা বলছেন, চুম্বনের মতো ক্ষেত্রে মস্তিষ্ক স্পর্শের অনুভূতি পেতে চায়। সেই মুহূর্তে শরীর অন্য কোনও অনুভূতি পেতে চায় না। এটি চোখ বন্ধ হওয়ার প্রধান কারণ।
4/6 বিজ্ঞানীরা জানাচ্ছেন, চুম্বনের সময়ে যে পরিমাণ উত্তেজনা তৈরি হয়, মস্তিষ্কের পক্ষে তা এককভাবে নেওয়াই অসম্ভব হয়ে পড়ে। তার উপর অন্য ইন্দ্রিয় হয়ে যদি অন্য ধরনের অমুভূতি পৌঁছোতে থাকে, তাহলে তা আরও কঠিন হয়ে যায়। চুম্বনের অনুভূতিতে যে স্পর্শের অনুভব থাকে, তা নষ্ট হতে পারে চোখ খোলা রেখে চুম্বন করলে। সেই কারণে চোখ বন্ধ থাকে এই সময়ে।
6/6 এর থেকে গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন যে, একটি বিশেষ জিনিসের উপরে স্পর্শের অনুভূতি বা সচেতনতা নির্ভর করে। যদি একইসঙ্গে দেখা এবং স্পর্শের কাজ করতে হয়, মস্তিষ্ক যে কোনও একটি বেছে নেয়। চুম্বনের ক্ষেত্রে চোখ বন্ধ হয়ে যায় সে কারণেই।