বাংলা নিউজ > টুকিটাকি > SC order to Centre: সমকামী, রূপান্তরকামীরা রক্তদান করতে পারেন না কেন? সর্বোচ্চ আদালত জানতে চাইল

SC order to Centre: সমকামী, রূপান্তরকামীরা রক্তদান করতে পারেন না কেন? সর্বোচ্চ আদালত জানতে চাইল

কেন রক্তদানে বঞ্চিত সমাজের একটি অংশ? (AFP)

SC order to Centre: কেন রক্তদানে বঞ্চিত সমাজের একটি অংশ? এবারে সুপ্রিম কোর্ট দায়ের হওয়া মামলার ভিত্তিতে জরুরি পদক্ষেপ নিল। বিস্তারিত কারণ জানানোর নির্দেশ দেওয়া হল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে।

রক্তদান মহৎ দান। অথচ সেই দান থেকেই বঞ্চিত সমাজের একটি অংশ। সমকামী, রূপান্তরকামী ও মহিলা যৌনকর্মীরা রক্তদানের উৎসবে অংশ নিতে পারেন না। এবারে এই সংক্রান্ত দায়ের হওয়া মামলার ভিত্তিতে জরুরি পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলার শুনানিতে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (এনবিটিসি) ও ন্যাশনাল এইডস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের (এনএসিও) কাছে বিস্তারিত তথ্য চেয়ে পাঠাল দেশের শীর্ষ কোর্ট। ২০১৭ সালে একটি সিদ্ধান্তে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সমাজের এই অংশের মানুষকে উচ্চমাত্রার ঝুঁকিসম্পন্ন মানুষ হিসেবে চিহ্নিত করে। সেই ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয় তাঁরা রক্তদানে অংশ নিতে পারবেন না। সম্প্রতি এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় দেশের শীর্ষ কোর্টে। সেই ভিত্তিতে সুপ্রিম কোর্ট বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিল।

আরও পড়ুন: এই অঙ্গে তিল থাকলে দ্বিগুণ হয় সম্পদ, সুখশান্তিতে ভরে ওঠে সংসার

আরও পড়ুন: রান্নাঘরের তেলচিটে জানালা ঝকঝকে করে এই মিশ্রণ, অল্পতেই দারুণ ফল

মণিপুরে ‘নুপি মানবী’ নামে পরিচিত রূপান্তরকামী থাঙজ্যাম সান্তা সিং। তিনিই বিচারক এস এ বোবড়ে, বিচারক এ এস বোপান্না ও বিচারক বি রামাসুব্রহ্মনিয়মের ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলা দায়ের করেন। প্রবীণ আইনজীবী জয়না কোঠারি এই দিন আদালতে সওয়াল করেন, অ্যাপেক্স কোর্টে মানুষের যৌন পছন্দকে নির্দোষ আচরণ (ডিক্রিমিনালাইজ) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ এখন নানা ক্ষেত্রে সমাজের এই অংশকে বারবার নানা বাধা ও বৈষম্যমূলক আচরণের সম্মুখীন হতে হচ্ছে। রক্তদানের মতো বড় সামাজিক কাজেও তাদের অংশ নিতে দেওয়া হয় না। বরং ‘উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়। শুধু তাই নয়, সমাজের বিভিন্ন অংশের দান ধ্যানমূলক কাজেও তাঁদের দমিয়ে রাখা হয়।

আরও পড়ুন: ৮০ ঘণ্টা কাটাতে হবে শুধু ট্রেনে ভিতরেই, ভারতের দীর্ঘতম রেল রুটে চড়বেন নাকি

আরও পড়ুন: গাড়িতেই হার্ট অ্যাটাকে মৃত্যু সতীশের! কোন লক্ষণ এড়ালে বিপদ? কখন সাবধান হবেন

তাঁর আবদেনের ভিত্তিতেই শীর্ষ কোর্টের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, এনবিটিসি ও এনএসিওর উদ্দেশ্যে একটি নোটিশ জারি করা হয়। নোটিশ জারি করার পাশাপাশি তিন বিচারপতির বেঞ্চ জানায়, এই ব্যাপারটি সম্পূর্ণভাবে চিকিৎসা সংক্রান্ত বিষয়। তাই ২০১৭ সালের নিষেধাজ্ঞার আসল কারণ খতিয়ে না দেখেআগে থেকেই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হবে না।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন