বাংলা নিউজ > টুকিটাকি > Independence day: ভারতের স্বাধীনতা দিবস কেন ১৫ আগস্ট পালিত হয় জানেন? আসল কারণ জেনে নিন

Independence day: ভারতের স্বাধীনতা দিবস কেন ১৫ আগস্ট পালিত হয় জানেন? আসল কারণ জেনে নিন

ভারতের স্বাধীনতা দিবস কেন ১৫ আগস্ট পালিত হয় জানেন?

ভারতের স্বাধীনতা দিবস তো ১৫ অগস্ট পালন করেন, কিন্তু কেন করেন জানেন কি? কোন কারণ লুকিয়ে আছে?

দেশ স্বাধীন হওয়ার পর ৭৫ বছর কেটে গিয়েছে। ৭৬ তম স্বাধীনতা দিবসে ভারতের জনগন সাড়ম্বরে পালন করতে চলেছে। গেরুয়া, সাদা, সবুজ চাঁদোয়ার ছায়ায় আশ্রয় পাবে আপামর ভারতবাসীর মন। দিকে দিকে পতাকা উত্তোলন হবে। বাজবে দেশাত্মবোধক গান, স্মরণ করা হবে বীর বিপ্লবীদের। কিন্তু এসবের মাঝে আপনি কি জানেন কেন এই দিনটিকেই ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল?

জহরলাল নেহরু যখন কংগ্রেসের সভাপতি ছিলেন ১৯২৯ সালে তখন তিনি ডাক দেন পূর্ণ স্বরাজের। তাঁর আহ্বানে ২৬ জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করার কথা ছিল। এরপরের বছর থেকেই কংগ্রেস কিন্তু ২৬ জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস পালন করত। তাহলে সেটা কবে বদলালো? কবে ১৫ অগস্ট হল এই দেশের স্বাধীনতা দিবস? আর কেন?

ব্রিটিশ পার্লামেন্ট লর্ড মাউনটব্যাটেনকে যে আদেশপত্র দিয়েছিল ক্ষমতা হস্তান্তরের সেখানে বলা হয়েছিল সমস্ত কাজ শেষ হতে ১৯৪৮ সালের ৩০ জুন হয়ে যাবে। কিন্তু এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় মুসলিম লীগ এবং তারা একই সঙ্গে সংখ্যালঘুদের জন্য আলাদা দেশের দাবি তোলে। তাই তখন মাউন্টব্যাটেন এই ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটিকে ১৯৪৭ সালের অগস্টে এগিয়ে আনেন। সেই বছরই ৪ জুলাই ব্রিটিশ হাউজ অব কমেন্সে ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয় এবং সেটা ১৮ জুলাই গৃহীত হয়। এই বিলেই ভারত ভেঙে পাকিস্তান গঠনের প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন ভাইসরয়। অবশেষে ১৪ আগস্ট দেশ ভাগ হয় এবং ১৫ অগস্টের মাঝরাতে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয় ভারত। সেই থেকে পাকিস্তান ১৪ অগস্ট আর ভারত ১৫ অগস্ট স্বাধীনতা দিবস পালন করে আসছে।

অনেকের মতে মাউন্টব্যাটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষে জাপান যেদিন আত্ম সমর্পন করেছিল সেই দিনটিকেই ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নিয়েছিলেন। তাঁর মাথাতেই প্রথম আসে যা তিনি পরে ব্রিটিশ হাউজ অব কমেন্সে জানিয়েছিলেন।

বন্ধ করুন