শিক্ষক দিবস, বিশ্বের প্রত্যেক গুরুদেব সম্মান জানানোর দিন। প্রতিবছর ভারতে ৫ সেপ্টেম্বর পালন করা হয় এই দিন। তবে শিক্ষক দিবস যে মানুষটির জন্মদিন উপলক্ষে পালন করা হয়, তিনি হলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন। কে ইনি? কেন এই মানুষটির জন্মদিনেই পালন করা হয় শিক্ষক দিবস? জানুন।
১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরুত্তানিতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবার নাম সর্বপল্লী বীরস্বামী এবং মায়ের নাম সীতাম্মা। লুনার্থ মিশনারি স্কুল, তিরুপতি এবং ভেলোরে প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন তিনি। ছোটবেলা থেকেই ভীষণ ভালো পড়াশোনায় ছিলেন তিনি।
(আরও পড়ুন: শৌচাগারে লুকিয়ে ছিল ১২ ফুট সাপ, বাথরুমে ঢুকতেই গোপনাঙ্গে মরণ কামড় দিল সে)
পরবর্তীকালে মাদ্রাজ ক্রিস্টান কলেজ থেকে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯১৬ সালে তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কাজ পান। এরপর দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কথিত রয়েছে, তিনি ছাত্রদের মধ্যে এতটাই জনপ্রিয় ছিলেন যে, একবার তাঁকে স্টেশনে নামানোর জন্য তার ছাত্ররা ফুল সজ্জিত কার্ট নিয়ে স্টেশনে আনতে গিয়েছিলেন তাঁকে।
১৯৩১ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ ছিলেন। এরপর ১৯৩৯ থেকে ৪৮ সাল পর্যন্ত কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। ১৯৫৩ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে। ১৯৫২ সালে তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ১৯৬২ সালে দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।
কেন তাঁর জন্মদিনেই শিক্ষক দিবস পালন করা হয়?
সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে শিক্ষক দিবস পালন করার অন্যতম বড় কারণ হলো তিনি দেশের এমন একজন মহান শিক্ষাবিদ যিনি শিক্ষার প্রসারে নিরন্তন প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। দেশের সর্বস্তরের মানুষের শিক্ষার প্রসারে তাঁর অবদানের কথা মাথায় রেখে ১৯৬২ সালের ৫ সেপ্টেম্বর রাধাকৃষ্ণনের ৭৭ তম জন্মদিনে প্রথমবার শিক্ষক দিবস পালন করা হয়।
(আরও পড়ুন: একটা বা দুটো নয়, একসঙ্গে সাতটি সূর্য দেখা গেল আকাশে, ভিডিয়ো দেখে হতবম্ভ সকলে)
১৯৬৩ সাল থেকে আজ পর্যন্ত প্রতিবছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবেই পালন করা হয়। এই মহান শিক্ষাবিদকে সম্মান জানানোর জন্য এবং দেশের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবিদকে সম্মান জানানোর জন্যই এই দিনটি উদযাপন করা। তবে ভারতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হলেও বিশ্ব শিক্ষক দিবস কিন্তু ৫ অক্টোবর।