সংস্কৃতি এবং ইতিহাসের মেলবন্ধন যেখানে দেখতে পাওয়া যায় সেটি হল জাদুঘর। বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে একটি করে জাদুঘর দেখতে পাবেন আপনি। এই জাদুঘরে দেখতে পাওয়া যায় দেশ এবং বিদেশের নানান অজানা কাহিনী এবং তথ্য। মানুষের মনে ইতিহাসের প্রতি আকর্ষণ গড়ে তোলার জন্যই তৈরি করা হয় জাদুঘর অথবা মিউজিয়াম।
কবে পালন করা হয় আন্তর্জাতিক জাদুঘর দিবস?
প্রতি বছর ১৮ মে বিশ্বব্যাপী জাদুঘর দিবস পালন করা হয়। সংস্কৃতি এবং ইতিহাসের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর জন্যই এই দিনটি উদযাপন করা হয় প্রতি বছর।
২০২৪ সালে আন্তর্জাতিক জাদুঘর দিবসের থিম
২০২৪ সালে মিউজিয়াম দিবসের থিম রাখা হয়েছে Museum for Equality: Diversity and Inclusion। গতবছর মিউজিয়াম দিবসের থিম ছিল, Museum as Culture Hubs: The Future of Tradition। গত বছর মিউজিয়াম দিবসের অনুষ্ঠানে যোগদান করেছিল গোটা পৃথিবীর ১৫০ টি দেশের ৩৭০০০ মিউজিয়াম।
(আরো পড়ুন: রিলায়েন্সের বড় পদক্ষেপ, ভারতের ফ্যাশনে যুক্ত করতে চলেছে জারা, এইচএন্ডএম ও Asos)
আন্তর্জাতিক মিউজিয়াম দিবসের ইতিহাস
১৯৭৭ সালে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম প্রথম এই দিনটি উদযাপন করা শুরু করে। প্রথম বছরে প্রায় ২২ টি দেশে এই দিনটি উদযাপন করা হয়। পরবর্তীকালে সারা বিশ্বের বহু দেশের মিউজিয়াম এই দিনটি উদযাপনে অংশগ্রহণ করে।
আন্তর্জাতিক মিউজিয়াম দিবসের তাৎপর্য
এই দিনটি পালন করার প্রধান উদ্দেশ্য হল বিশ্বব্যাপী সমস্ত জাদুঘরকে একত্রিত করা এবং বিভিন্ন দেশের সংস্কৃতিকে মানুষের সঙ্গে পরিচয় করানো।
(আরো পড়ুন: গরমে খান এই ৪ সবজি! দূর হবে ইউরিক অ্যাসিড, জয়েন্টের ব্যথা থেকেও দেবে মুক্তি)sss
কীভাবে এই দিনটি পালন করবেন আপনি?
এই দিনটিতে আপনি আপনার কাছের জাদুঘর পরিদর্শন করতে পারেন পরিবারকে নিয়ে। পরিবারের খুদে সদস্যদের আপনার দেশের ইতিহাসের সঙ্গে পরিচয় করানোর মাধ্যমে এই দিনটি উদযাপন করতে পারেন আপনি।
জাদুঘর সম্পর্কে কিছু মজার তথ্য
১) বিশ্বের সবথেকে ছোট জাদুঘর গুলির মধ্যে অন্যতম হলো ওয়ারলে মিউজিয়াম। এটি দেখতে একটি পুরনো টেলিফোন বক্স-এর মত।
২) বিশ্বের বৃহত্তম জাদুঘর হলো প্যারিসের ল্যুভর জাদুঘর, যেখানে ৩৫ হাজারের বেশি শিল্পকর্ম রয়েছে।
৩) আমস্টারডামে যে জাদুঘাটি রয়েছে, সেটি দেখতে অনেকটা একজন মানুষের মত। ৩৫ মিটার উঁচু এই মিউজিয়ামে গেলে দেখতে পাবেন বহু অজানা ইতিহাস।