বাংলা নিউজ > টুকিটাকি > Veer Baal Divas 2022: কেন পালন করা হচ্ছে ‘বীর বাল দিবস’? জেনে নিন এর ইতিহাস

Veer Baal Divas 2022: কেন পালন করা হচ্ছে ‘বীর বাল দিবস’? জেনে নিন এর ইতিহাস

কেন পালন করা হয় বীর বাল দিবস?

Veer Baal Divas: ২৬ ডিসেম্বর দেশ জুড়ে বীর বাল দিবস পালন করা হচ্ছে। এর কারণ কী?

শিখদের দশম গুরু গোবিন্দ সিংয়ের পাঁচ এবং আট বছর বয়সি সন্তান সাহেবজাদাদের শহিদ হওয়ার স্মরণে, ২৬ ডিসেম্বর ‘বী বাল দিবস’ পালন করা হচ্ছে। কেন্দ্র সরকার এই বছরের ৯ জানুয়ারি ঘোষণা করে এই দিনটির কথা।  ভারতে প্রথমবারের মতোসাহেবজাদা জোরওয়ার সিং এবং ফতেহ সিংয়ের বীরত্ব ও শাহাদতের ৩১৮তম বার্ষিকী হিসাবে দিনটি পালিত হবে। এই বিশেষ দিবসের মূল উদ্দেশ্য হল উভয় সাহেবজাদাদের বীরত্ব ও শাহাদাতের প্রতি শ্রদ্ধা জানানো। জেনে নেওয়া যাক, তার ইতিহাস।

ইতিহাস কী বলছে: কথিত আছে, মুঘলরা অতর্কিতে আনন্দপুর সাহেবের দুর্গ আক্রমণ করে। গুরু গোবিন্দ সিং মুঘলদের সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিলেন, কিন্তু অন্যান্য শিখরা তাঁকে চলে যেতে বলেন। এর পর গুরু গোবিন্দ সিংয়ের পরিবারসহ অন্যান্য শিখরা আনন্দপুর সাহেবের দুর্গ ছেড়ে চলে যান। সবাই যখন সরসা নদী পার হচ্ছিলেন, তখন জলের স্রোত এতটাই প্রবল হয়ে ওঠে যে, পুরো পরিবার আলাদা হয়ে যায়। বিচ্ছেদের পর গুরু গোবিন্দ সিং এবং দুই বড় সাহেবজাদা বাবা অজিত সিং এবং বাবা জুজর সিং চমকৌরে পৌঁছেন। মাতা গুজরি, দুই ছোট সাহেবজাদা বাবা জোরওয়ার সিং, বাবা ফতেহ সিং এবং গুরু সাহেব গাঙ্গু অন্যদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। এর পরে গাঙ্গু তাঁদের সবাইকে তাঁর বাড়িতে নিয়ে যান. কিন্তু খবর মুঘলদের কাছে চলে যায়। এর পরে উজির খান মাতা গুজরি ও ছোট সাহেবজাদাকে বন্দি করেন।

চমকৌরের যুদ্ধ: ২২ ডিসেম্বর চামকৌরের যুদ্ধ শুরু হয়. যেখানে শিখ এবং মুঘল বাহিনী মুখোমুখি হয়। মুঘলরা সংখ্যায় ছিল বেশি, কিন্তু শিখরা কম। গুরু গোবিন্দ সিং শিখদের উত্সাহ দেন এবং তাঁদের দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করতে বলেন। পরের দিনও এই যুদ্ধ চলতে থাকে। শিখদের যুদ্ধে শহিদ হতে দেখে সাহেবজাদা বাবা অজিত সিং এবং বাবা জুজর সিং উভয়েই গুরু সাহেবের কাছে একে একে যুদ্ধে যাওয়ার অনুমতি চান। গুরু সাহেব তাঁদের অনুমতি দেন এবং তাঁরা একের পর এক মুঘলকে হত্যা করতে থাকেন। এর পরে তাঁরা দু’জনেই শহিদ হন।

বিবি হর্ষরণ কাউরের বলিদান: কথিত আছে যে ২৪ ডিসেম্বর গুরু গোবিন্দ সিং জিও এই যুদ্ধে প্রবেশ করতে চান। কিন্তু অন্য শিখরা তাঁকে বাধা দেন এবং তাঁকে চলে যেতে বলেন। বাধ্য হয়ে গুরু সাহেবকে সেখান থেকে চলে যেতে হয়। গুরু গোবিন্দ সিং জি একটি গ্রামে পৌঁছোন, যেখানে তিনি বিবি হর্ষরণ কৌরের সঙ্গে দেখা করেন। যুদ্ধে শহিদ হওয়া শিখ ও সাহেবজাদাদের কথা জানতে পেরে তিনি গোপনে চমকৌরে পৌঁছে শহিদদের শেষকৃত্য করতে শুরু করেন। মুঘলরা তা চায়নি। তারা চেয়েছিল ঈগল এবং শকুন মৃতদেহ খেয়ে ফেলুক। মুঘল সৈন্যরা বিবি হরশরণ কৌরকে দেখার সঙ্গে সঙ্গে তাঁকেও আগুনে পুড়িয়ে দেয় এবং তিনিও শহিদ হন।

কোল্ড টাওয়ারের বন্দিদশা: ২৬ ডিসেম্বর সিরহিন্দের নওয়াজ ওয়াজির খান মাতা গুজরি এবং সাহেবজাদা বাবা জোরওয়ার সিং এবং বাবা ফতেহ সিং উভয়কেই বন্দি করেন। উজির খান উভয় সাহেবজাদাকে তাঁর দরবারে ডাকেন এবং তাঁদের ধর্মান্তরিত করার হুমকি দেন। কিন্তু উভয় সাহেবজাদাই ‘জো বোলে সো নিহাল, সত শ্রী আকাল’ স্লোগান দিতে দিতে ধর্মান্তরিত হতে অস্বীকার করেন। উজির খান আবার হুমকি দেন, পরদিনের মধ্যে ধর্মান্তরিত না হলে মরতে হবে।

শহিদ দিবস: কথিত আছে যে, পরের দিন বন্দি মাতা গুজরি উভয় সাহেবজাদাকে পরম ভালোবাসায় প্রস্তুত করে আবার উজির খানের দরবারে পাঠান। এখানে আবার উজির খান তাঁদের ধর্মান্তর করতে বলেন, কিন্তু সাহেবজাদরা অস্বীকার করেন এবং আবার শ্লোগান দিতে থাকেন। এ কথা শুনে উজির খান ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং উভয় সাহেবজাদাকে প্রাচীরের মধ্যে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন এবং তাঁরা শহিদ হন। এই খবর মাতা মাতা গুজরির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনিও জীবন বিসর্জন দেন।

টুকিটাকি খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.