বিশ্ব নিউমোনিয়া দিবস প্রতি বছর 12 নভেম্বর সারা বিশ্বে পালিত হয়। নিউমোনিয়া সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর এই বিশেষ দিনটি পালিত হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো নিউমোনিয়ার চিকিৎসা না হলে তা মারাত্মক রূপ নিতে পারে। জানিয়ে রাখি, নিউমোনিয়ায় প্রতি বছর লাখ লাখ মানুষ মারা যায়। নিউমোনিয়া ফুসফুসে সংক্রমণ ঘটায়। যার কারণে রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) রিপোর্ট অনুযায়ী, বিশ্বব্যাপী শিশুদের মৃত্যুর সবচেয়ে বড় সংক্রামক কারণ নিউমোনিয়া।
বিশ্ব নিউমোনিয়া দিবসের ইতিহাস
বিশ্ব নিউমোনিয়া দিবস 2009 সালে প্রথম শিশু নিউমোনিয়ার বিরুদ্ধে গ্লোবাল কোয়ালিশন দ্বারা পালিত হয়। এরপর প্রতি বছর ১২ই নভেম্বর বিশ্বব্যাপী পালিত হতে থাকে এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে।
বিশ্ব নিউমোনিয়া দিবস ২০২৪-এর তাৎপর্য
এমনকি নিউমোনিয়ার চিকিৎসায় একটু অসাবধানতাও রোগীর মৃত্যুর কারণ হতে পারে। প্রতি বছর বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপনের মূল উদ্দেশ্য এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা। যাতে মানুষ জানতে পারে কীভাবে নিউমোনিয়া ছড়ায়, এর চিকিৎসা কী এবং কীভাবে এর লক্ষণগুলো শনাক্ত করা যায়।
বিশ্ব নিউমোনিয়া দিবস ২০২৪-এর থিম
প্রতি বছর বিশ্ব নিউমোনিয়া দিবস 2024 উদযাপনের জন্য একটি বিশেষ থিম রাখা হয়। এ বছরের থিম 'Every Breath Counts: Stopping Pneumonia in Its Tracks'। এ বছরের থিম প্রতিটি নিঃশ্বাসের গুরুত্ব, নিউমোনিয়ার সময়মত চিকিৎসা এবং নিউমোনিয়া মোকাবেলার জরুরি প্রয়োজনের ওপর জোর দেয়।