কম্পাস, এই যন্ত্রটির মাধ্যমে যে দিক নির্ণয় করা যায় তা সকলেই জানে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, আপনি রাস্তায় কম্পাস নিয়ে বের না হয়েও কি করে সঠিকভাবে দিক নির্ণয় করতে পারেন? ধরুন, আপনি কোনও অজানা স্থানে গেছেন, কিন্তু তাও সঠিকভাবে দিক নির্ণয় করে আপনি ফিরে আসবেন আপনার বাড়িতে। কেন এমন হয় জানেন?
নেচার হিউম্যান বিহেভিয়ার জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, মানুষের থাকে একটি নিউরাল কম্পাস, যা আপনাকে দিক নির্ণয় করতে সাহায্য করে। এই অভ্যন্তরীণ নিউরাল কম্পাসের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়েছে। বাকিংহাম ইউনিভার্সিটি এবং মিউনিখের লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি একটি গবেষকদের দল।
(আরো পড়ুন: অক্ষয় তৃতীয়া ২০২৪ এর শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিন প্রিয়জনকে, রইল ১০ টি মেসেজ)
গবেষণায় ৫২ জন সুস্থ মানুষকে একটি গতি ট্রাকিং পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করতে বলা হয়েছিল। এই অংশগ্রহণ করার সময় তাদের প্রত্যেকের মস্তিষ্কের কার্যকলাপ EEG- এর মাধ্যমিক রেকর্ড করা হয়েছিল। এই ৫০ জনের মধ্যে এমন ১০ জন ছিল, যারা মৃগী রোগের সমস্যার জন্য ইন্ট্রাক্রানিয়াল ইলেকট্রোড পর্যবেক্ষণের মধ্য দিয়ে যাচ্ছেন।
এই গবেষণায় গবেষকরা প্রত্যেক অংশগ্রহণকারীর মস্তিষ্কের সংকেত গুলিতে একটি সুক্ষভাবে দিকনির্দেশক সংকেত সনাক্ত করতে সক্ষম হয়েছিলেন। এই সংকেত গুলির সাহায্যে মস্তিষ্ক ভিজ্যুয়াল ল্যান্ডমার্কের মত অন্যান্য সংকেতের ওপর ফোকাস করতে সক্ষম হয়েছিল।
গবেষক ডক্টর বেঞ্জামিন জে গ্রিফিথস বলেন,"আপনি যেদিকে যাচ্ছেন তার ট্র্যাক রাখা ভীষণ জরুরী আপনি কোথায় আছেন, কোন দিকে যাচ্ছেন তা অনুমান করতে যদি কোন ত্রুটি হয় তাহলে কিন্তু বিপর্যয় হতে পারে। তাই দিক নির্ণয় করার ব্যাপারটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। পাখি, ইঁদুর অথবা বাদুড়ের মত প্রাণীদের নিউরাল সার্কিটরি থাকে, যা তাদের সঠিক দিশায় পরিচালনা করে। তবে মানব মস্তিষ্কেও এমন কিছু থাকতে পারে, বা থাকলেও সেটি কীভাবে পরিচালনা করে তা এতদিন অজানা ছিল সকলের কাছে।"
(আরো পড়ুন: তুঁতফলের কথা জানেন? বছরের এই সময়ে রোজ একমুঠো করে খেলে পাবেন বহু উপকার)
গবেষকদের মতে, এই গবেষণা নিঃসন্দেহে একটি যুগান্তকারী গবেষণা। এই গবেষণার সফলতার পর রোবোটিকস এবং এই আই ( AI) তে ন্যাভিগেশনাল প্রযুক্তির উন্নতির জন্য এই বৈশিষ্ট্য গুলি নতুন পথ খুলে দিয়েছে।