বাংলা নিউজ > টুকিটাকি > ‘Precaution Dose’ নিলে কী কী সুবিধা? কী বলছেন চিকিৎসক

‘Precaution Dose’ নিলে কী কী সুবিধা? কী বলছেন চিকিৎসক

কেন দরকারি এই প্রিকশন ডোজ? (ফাইল ছবি)

‘Precaution Dose’ দেওয়া শুরু হবে এবার? কেন এই ডোজ নেওয়া দরকার? চিকিৎসকরা কী মনে করেন?

শনিবার ২৫ ডিসেম্বর রাতে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, নতুন বছরের জানুয়ারি মাস থেকে Precaution Dose দেওয়া শুরু হবে। ৬০ বছরের উপরে বয়স এবং যদি কোমর্বিডিটি থাকে, তাহলে তাঁরা এই বিশেষ ডোজ নিতে পারবেন। তাছাড়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও এই বিশেষ ডোজ পাবেন।

কেন এই ডোজটি নেওয়া দরকারি? এটি নিলে উপকারই বা কী কী? চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কোভিডের সঙ্গে লড়াই করার জন্য ভ্যাকসিন নিতেই হবে। টিকা শরীরে এই ভাইরাসের অ্যান্টিবডি তৈরি করে দেয়। কিন্তু অনেকের ক্ষেত্রেই সেই অ্যান্টিবডি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। অ্যান্টিবডিরও নিজস্ব স্মৃতি থাকে। তাতে সে জীবাণুটির সম্পর্কে তথ্য সংগ্রহ করে রাখে। সেই স্মৃতি দুর্বল হয়ে গেলে অ্যান্টিবডির ক্ষমতাও কমে যায়। এসব ক্ষেত্রেই সাহায্য করবে এই Precaution Dose। 

ওমিক্রনের কারণে থার্ড ওয়েভের আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞই। আর তার মোকাবিলায় এই Precaution Dose খুবই কার্যকর হয়ে উঠতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। সুবর্ণ গোস্বামীর কথায়, ‘এই উদ্যোগটি খুবই কাজের। কোভিডকে পুরোপুরি আটকাতে গেলে এই ধরনের নতুন নতুন পদক্ষেপ করতেই হবে।’

 

বন্ধ করুন