বাংলা নিউজ > টুকিটাকি > Omicron Infection is not Harmless: হয়তো ওমিক্রন সংক্রমণ সকলের হবে, কিন্তু যত দেরি করে হয়, তত ভালো: বলছেন বিশেষজ্ঞরা

Omicron Infection is not Harmless: হয়তো ওমিক্রন সংক্রমণ সকলের হবে, কিন্তু যত দেরি করে হয়, তত ভালো: বলছেন বিশেষজ্ঞরা

ওমিক্রনের সংক্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। (ফাইল ছবি)

কেউ বলছেন, ওমিক্রনে কোনও ভয় নেই। কেউ বলছেন, এটির ধরনধারণের অনেক কিছুই আজানা। কিন্তু এত কিছুর পরেও বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনকে যত দূর পর্যন্ত ঠেকিয়ে রাখা যায়, তত ভালোই। কেন?

ওমিক্রন নিয়ে নানা ধরনের মতামত বাতাসে উড়ছে। কেউ বলছেন, এটি সাধারণ সর্দি-জ্বরের মতো, এতে কিস্যু হবে না। কেউ আবার বলছেন, এটা মারাত্মক বিপজ্জনক হতে পারে। কারণ এর সম্পর্কে অনেক কিছুই অজানা। 

কিন্তু সাধারণ মানুষ তাহলে কোন রাস্তা বেছে নেবেন? হালে কেন্দ্রের তরফেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ওমিক্রন থেকে নিজেদের যত দূর সম্ভব নিরাপদ রাখতে, কারণ এই সংক্রমণটি সম্পর্কে এখনও সব কিছু স্পষ্ট ভাবে জানা যায়নি। সেই মতেরই সমর্থন করছেন পৃথিবীর তাবড় তাবড় সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। 

হালে Rockefeller University-র গবেষক এবং চিকিৎসক Michel Nussenzweig জানিয়েছেন, পরিস্থিতি যে দিকে চলেছে, তাতে সকলেরই হয়তো ওমিক্রন সংক্রমণ হবে। কিন্তু যত দেরি করে হয়, তত ভালো। যত তাড়াতাড়ি হয়, ততই বিপদ বাড়বে। Columbia University-র গবেষক David Ho-রও একই মত। তাঁর কথায়, কোভিড গত দু’বছরে আমাদের নানাভাবে চমকে দিয়েছে। ফলে জোর দিয়ে বলা যাচ্ছে না, এটির সংক্রমণ হলে লাভ হবে। 

ঠিক তিনটি কারণে এই ওমিক্রন সংক্রমণ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে বলছেন এই বিশেষজ্ঞরা। কারণগুলি কী কী?

  • ওমিক্রন সংক্রমণের পরে তার প্রাথমিক উপসর্গগুলি হয়তো সেরে যাচ্ছে। কিন্তু শরীরের উপর তার কেমন প্রভাব পড়ছে, তার সুদূরপ্রসারী ফল কী কী হতে চলেছে, তা এখনও পরিষ্কার নয়। হয়তো আগামী দিনে পরিষ্কার হবে। কিন্তু মনে রাখা দরকার, তার আগে পর্যন্ত এই সংক্রমণটি মোটেই নিরাপদ নয়। আর যত সময় পাওয়া যাবে, ততই ভালো মানের ওষুধ পাওয়া যাওয়ার সম্ভাবনাও বাড়বে।
  • এটিকে যত দ্রুত ছড়িয়ে পড়তে দেওয়া হবে, এর মিউটেশনের হারও তত বাড়বে। অনেকের মতে, দ্রুত ছড়াতে দিলে এটির আর মিউটেশন হবে না। কিন্তু তার সঙ্গে এক মত নন বহু বিশেষজ্ঞই। তাঁদের অনেকের মতেই যত বেশি মিউটেশন হবে, তত ভয় বাড়বে। কারণ এর পরে করোনা কোন রূপ নেবে, আমরা জানি না।
  • আরও বড় কথা, এখনও বহু মানুষের টিকাকরণ হয়নি। এমন বহু মানুষ রয়েছেন, টিকা নেওার পরেও যাঁরা করোনা থেকে পুরোপুরি সুরক্ষিত নন। ওমিক্রন যত বেশি ছড়াবে তাঁদের বিপদ বাড়বে। যিনি নিজেকে সংক্রমিত করছেন, তাঁর হয়তো নিজের কিছুই হল না। কিন্তু তাঁর কারণে আরও পাঁচ জন ক্ষতিগ্রস্ত হলেন। এটি চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় হবে।

 

টুকিটাকি খবর

Latest News

হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.