বাংলা নিউজ > টুকিটাকি > End of Covid-19 Pandemic: সত্যিই কি এই বছর শেষ হচ্ছে করোনা? কী ভাবছে প্রতিটি দেশ

End of Covid-19 Pandemic: সত্যিই কি এই বছর শেষ হচ্ছে করোনা? কী ভাবছে প্রতিটি দেশ

করোনা কবে শেষ হবে? (প্রতীকী ছবি)

করোনা অতিমারি দু’বছরের বেশি সময় ধরে চলছে। এবার কি শেষ হবে এই অত্যাচার?

এই বছরেই কি শেষ হবে করোনার অত্যাচার? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 

দু’বছরের বেশি সময় ধরে অতিমারির সমস্যা চলছে। কখনও কখনও সংক্রমণের হার কমে গেলেও ঢেউ হয়ে আবার ফিরে আসে করোনার ঝামেলা। কিন্তু বহু বিশেষজ্ঞের ধারণা এই বছরেই শেষ হবে করোনার অত্যাচার। 

কোন দেশের বিশেষজ্ঞরা কী ভাবছেন এটি নিয়ে? কীভাবেই বা ভবিষ্যৎ পরিকল্পনা করছে দেশগুলি?

  • আমেরিকার বিশেষজ্ঞরা বলছেন, করোনা শেষ না হলেও এই বছরের মধ্যে অতিমারি শেষ হয়ে যাবে। সেই মতো দেশের নানা নীতিও ঠিক করা হচ্ছে।
  • ব্রিটেন কোভিডের কড়াকড়ি অনেক কমিয়ে দিচ্ছে। দেশের প্রধানমন্ত্রীও বলেছেন, এবার কোভিড নিয়েই বাঁচতে হবে।
  • একই পথে হাঁটছে ডেনমার্কও। কোভিডের কারণে থাকা বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর বিশেষজ্ঞরা বলছেন, এই বছর কোভিডের মারাত্মক অবস্থা কমে যাবে। যদি বছরের মাঝামাঝির মধ্যে পৃথিবীর ৭০ শতাংশ মানুষের টিকাকরণ হয়ে যায়, তাহলে সমস্যা অনেকটাই কমবে।
  • স্পেনে বলে দেওয়া হয়েছে, প্যানডেমিক এখন এনডেমিক স্তরে পৌঁছে গিয়েছে। ফলে এবার স্বাভাবিক জীবনে ফিরতে হবে। যদিও অনেক বিশেষজ্ঞের মত, এনডেমিক মানেই একটি জীবাণুর মারণ ক্ষমতা কম যায় না।

তবে এর মধ্যে দু’টি বিষয় নিয়ে সবাই চিন্তিত।

প্রথমত, এর মধ্যে করোনার এমন কোনও নতুন রূপ যদি চলে আসে, যেটি আবার সমস্যা সৃষ্টি করে, তাহলে হয়তো বিপদ হতে পারে। 

দ্বিতীয়ত, সকলেই জোর দিচ্ছেন টিকাকরণের হারে উপর। যদি টিকাকরণের হার বেড়ে যায়, তাহলে নিশ্চয়ই করোনার প্রকোপ কমবে।

এই দু’টি বিষয় নিয়ন্ত্রণে থাকলে আগামী দিনে কমতে পারে করোনার আতঙ্ক। এবং এই বছরেই করোনার ভয়াবহতা কেটে যেতে পারে।

বন্ধ করুন