Winter Itching home remedies: শীতের চুলকানির সমস্যার ঘরোয়া প্রতিকার দেখে নিন, রইল সহজ কয়েকটি উপায়ের সন্ধান
Updated: 16 Jan 2023, 04:09 PM ISTশীতের দিনে সারাদিন সোয়েটারের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখতে হয়। অনেক সময় উলের মান ভালো না হলে তা থেকেও কুটকুট করা বা চুলকানি হয়। তাই সোয়েটার পরার আগে ফুলহাতা সুতির জামা পরে তারপর সোয়েটার পরলে পাবেন চুলকানি-মুক্তি।
পরবর্তী ফটো গ্যালারি