কাল শিক্ষক দিবস। হাতে আর রয়েছে কয়েক ঘন্টা। এখনও যদি আপনি আপনার প্রিয় শিক্ষক শিক্ষিকাকে শুভেচ্ছা বার্তা না পাঠিয়ে থাকেন, তাহলে আর দেরি করবেন না। আজকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়ে তাঁদের আরও একবার মনে করিয়ে দিন, আপনার জীবনে তাঁর স্থান কতখানি।
প্রতিবছর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে ৫ সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে পালিত হয় শিক্ষক দিবস। এই দিন সেই সমস্ত মানুষদের শুভেচ্ছা বার্তা, যাদের অবদান আপনার জীবনে সব থেকে বেশি। যাদের বকুনি ছোটবেলায় অসহ্য লাগলেও বড় হয়ে বোঝা যায়, সেই বকুনির মাহাত্ম্য কত খানি।
প্রিয় শিক্ষক শিক্ষিকাকে শুভেচ্ছা বার্তা জানাতে কী লিখবেন যদি বুঝতে না পারেন তাহলে এখানে দেওয়া রইল এমন কিছু শুভেচ্ছা বার্তা যা আপনি পাঠাতে পারেন আপনার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের।
শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা
আমার জীবনে প্রত্যেক পদক্ষেপে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ শিক্ষক দিবস আপনাকে।
(আরও পড়ুন: এক ঘণ্টা নয়, মাত্র ১১ মিনিট হেঁটে দূর করুন এই ১১ রকম রোগবালাই)
পাঠ্য বইয়ের বাইরেও জীবনের অনেক শিক্ষা আপনি দিয়েছেন আমাকে, আপনাকে জানাই শুভ শিক্ষক দিবস।
যত বকেছেন, তার থেকে অনেক বেশি আদর করেছেন। হ্যাপি টিচার্স ডে।
যুক্তিতর্ক দিয়ে জীবনের মানে বুঝতে চেষ্টা করিয়েছেন আপনি, প্রশ্ন করতে শিখিয়েছেন আপনি। আপনাকে জানাই শুভ শিক্ষক দিবস।
মা হল জীবনের শ্রেষ্ঠ শিক্ষিকা, তবে মায়ের পরেই আপনার স্থান। আপনাকে জানাই শুভ শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: উইকেন্ডে ছুটির প্রলোভনে নয়, ঠিক এই কারণে বারবার সিক লিভ নেন কর্মচারীরা)
প্রতিমুহূর্তে আমার জীবনে সঠিক শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ। শুভ শিক্ষক দিবস।
আপনার ইতিবাচক কথাগুলি আজও জীবনের পথে কাজে লাগে, আপনাকে জানাই শিক্ষক দিবসের শ্রদ্ধা এবং প্রণাম।