প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন এইভাবে নিলে বদল দেখতে পারবেন ১ মাসের মধ্যেই। দেখে নিন কীভাবে করবেন প্রাকৃতিক উপায়ে চুল সোজা।
1/5বছরকয়েক ধরেই হেয়ার স্মুদনেনিং-এর খুব চল হয়েছে। সোজা, সিল্কি চুল দেখতে যেমন ভালো লাগে, তেমনই ম্যানেজ করাও খুব সহজ। কিন্তু পার্লারে গিয়ে চুলে এই ট্রিটমেন্ট করাতে পকেটে বেশ ছাপ পড়ে। সঙ্গে কেমিক্যালের ব্যবহার চুলকে নষ্ট করে দেয় বলেই অনেকের দাবি। তাই আপনি না হয় ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই করুন হেয়ার স্মুদনেনিং।
2/5সপ্তাহে ১বার করে আপনাকে ব্যবহার করতে হবে ঘরে তৈরি এই বিশেষ ক্রিম। আর এটি বানাতে আপনার প্রয়োজন হবে চাল, ওটস আর অ্যালোভেরা জেল। এটি চুলকে যেমন মসৃণ করবে, তেমনই পুষ্টিও যোগাবে। ফলত, চুল পড়া বা হেয়ার ব্রেকেজের মতো সমস্যাও হবে না।
3/5মিক্সিতে ১ টেবিল চামচ চাল আর ১ টেবিল চামচ ওটস দিন। এবার ১ গ্লাস জল দিয়ে পেস্ট বানিয়ে নিন। তারপর ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে নিন। তারপর ছেঁকে রাখা জল প্যানে দিয়ে গ্যাসে বসান। হালকা আঁচে পাঁচ মিনিট রাখুন। চামচ দিয়ে নাড়াবেন যাতে নীচে লেগে না যায়। এবার আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে অ্যালোভেরা জেল মেশান দু' চামচ।
4/5চুল ভালো করে আঁচড়ে নিন। তারপর ছোট ছোট পার্টে ভাগ করে নিন। এবার খুব যত্ন নিয়ে ধীরে ধীরে অল্প অল্প চুল নিয়ে একদম ডগা থেকে গোড়া পর্যন্ত লাগান। পুরো চুলে হেয়ারপ্যাক লাগানো হয়ে গেলে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে শ্যাম্পু করে নিন।
5/5চাইলে আপনি এই প্যাকটি মুখেও লাগাতে পারেন। মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে মুছে নিয়ে এই প্যাকটি লাগান। মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন। কোরিয়ান গ্লাস স্কিন পাবেন এভাবে যত্ন নিলে। সপ্তাহে ১ দিন করে মাখুন চুলে আর মুখে।