Woman can swim topless: কোনও পোশাক লাগবে না। উর্দ্ধাঙ্গে কিছু না পরেই এবার জলে নামা যাবে। এমনটাই নির্দেশ দিল বার্লিন সরকার।
1/5ছেলেরা উর্দ্ধাঙ্গে কোনও পোশাক ছাড়াই স্নান করে পাবলিক সুইমিং পুলে। অথচ মেয়েরা স্নান করলেই দোষ! সম্প্রতি সেই নিয়েই সরব হলেন এক মহিলা। ছেলেদের মতো মেয়েদেরও পোশাক খুলে স্নানের অধিকার দিতে হবে, এই দাবি পূরণ করতেই উঠল আওয়াজ। (Freepik)
2/5সম্প্রতি ওই মহিলাটিকে একটি সুইমিং পুল ঢুকতে বাধা দেওয়া হয়। কী কারণ ছিল এর পিছনে? নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা সংবাদমাধ্যমকে বলেন, তিনি উর্দ্ধাঙ্গের পোশাক খুলে স্নান করতে চেয়েছিলেন। সে কারণেই তাকে ঢুকতে দেওয়া হয়নি। (Freepik)
3/5এরপরেই এই ঘটনা নিয়ে রীতিমতো খেপে ওঠেন ওই মহিলা। জার্মানির রাজধানীতে সেনেট অফিসে গিয়ে অভিযোগ জানান তিনি। ছেলেরা পোশাক ছাড়া স্নান করতে পারলে, মেয়েরা কেন নয়! প্রশ্ন তোলেন তিনি। (Freepik)
4/5ছেলে ও মেয়েদের জন্য এমন আলাদা আলাদা নিয়ম আসলে বৈষম্যমূলক আচরণ। অভিযোগে সে কথাই বলেন তিনি। প্রসঙ্গত এই নিয়ে বার্লিনের মেয়েদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল। (Freepik)
5/5এর পরিপ্রেক্ষিতেই পাবলিক সুইমিং পুলে স্নানের আইনে বদল আনে বার্লিনের সেনেট। বৈষম্য নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি করা হয়। বলা হয়, নতুন আইন অনুযায়ী মহিলারাও পোশাক ছাড়াই স্নান করতে পারবেন। কোনওরকম রাখঢাক ছাড়াই খোলামেলা সাঁতার কাটতে পারবেন পুলে। (Freepik)