সাত পুচকের দুষ্টুমিতে বাড়িটা গমগম করছে। কিন্তু আরেকটি পুচকে না হলে কেমন যেন খালি খালি লাগছে বাড়িটা। আরেকটি পুচকে কোল আলো করে এলেই যথেষ্ট, এমনটাই ভেবেছিলেন ব্রিটিশ ভিন্স ক্লার্ক ও ডমিনিকা। কিন্তু বাস্তবে ওপরওয়ালা একটু বেশিই প্রসন্ন হলেন। আরেকটি সন্তান পেতে গর্ভবতী হন ডমিনিকা। তবে গর্ভধারণের পর ইউএসজি রিপোর্টে জানা যায়, একটি নয়, আরও পাঁচ ছোট্ট অতিথি আসতে চলেছে তাদের সংসারে! সেই খবর শুনে রীতিমতো আনন্দে আপ্লুত হয়ে পড়েন ভিন্স ও ডমিনিকা। অবশেষে দীর্ঘ অপেক্ষার শেষে এখন ১২ জন সন্তান নিয়ে ভরা সংসার তাদের।
গত রবিবার হাসপাতালে ৫ সন্তান প্রসব করেন ডমিনিকা। তার মধ্যে তিনটি মেয়ে ও দুটি ছেলে হয়েছে তাঁর। অ্যারিয়ানা ডেইসি, চার্লস প্যাট্রিক, এলিজাবেথ মে, ইভানজেলিন রোজ ও হেনরি জেমস নাম রাখা হয়েছে তাঁদের। পোল্যান্ডের এক হাসপাতালে জন্ম হয়েছে এই পাঁচ যমজের। এমনিতে ভিন্স ব্রিটিশ হলেও ডমিনিকা পোল্যান্ডের নাগরিক। তবে এর আগেও তাঁদের যমজ সন্তান হয়েছে। আগের সাত সন্তানের মধ্যে অ্যান্তইনেট ও জিগি যমজ। এছাড়াও আলেক্সান্ডার ও শার্লটও যমজ সন্তান। বাকি তিনজনের নামও ভারি মিষ্টি— ফিলিপ, ইলিয়ট ও গ্ৰেস।
এদিন ডমিনিকার প্রসবের পর চিকিৎসকরা জানান, একসঙ্গে পাঁচ সন্তানকে গর্ভে ধারণ করার ঘটনা একেবারেই বিরল। ৫২ মিলিয়নের মধ্যে একজনের ক্ষেত্রে এমন গর্ভধারণের সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, এমন মায়ের ক্ষেত্রে সন্তান প্রসবেও জটিলতা দেখা দিতে পারে। তবে প্রসবের পর ডমিনিকা ও তাঁর সন্তানেরা বেশ ভালোই আছে।
ডমিনিকা এদিন সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা দুজনে মিলে আমাদের অষ্টম সন্তানকে ঘরে আনার পরিকল্পনা করেছিলাম। তার বদলে আরও পাঁচজন সদস্য বাড়ল পরিবারে। ১২টি পুঁচকে নিয়ে ঘর করার থেকে বোধহয় লটারি জেতাও সহজ!’ ১২টি পুঁচকে কে সামলাবেন কীভাবে? ভিন্সকে জিজ্ঞেস করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘ আমরা ঠিক সামলে নেব। ভাবিনি ৫জনকে পাব একসঙ্গে। তবে আমরা খুশি। আমাদের বাড়ি বেশ বড়ো।’ চিকিৎসকদের তরফে জানানো হয়, ২৯ সপ্তাহের শেষে সদ্যজাতদের জন্ম হয়। অস্ত্রপচারের মাধ্যমে প্রসব করানো হয়। সদ্যজাতদের প্রত্যেকের ওজন ১ পাউন্ড ৯ ওজ থেকে ৩ পাউন্ড ১ ওজের মধ্যেই রয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup