২০২০ সালের গোড়া থেকেই সারা পৃথিবীকে ভয় দেখাতে শুরু করে করোনার সংক্রমণ। বহু মানুষ প্রাণ হারান। কিন্তু ক্রমে ক্রমে সেই সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এসে গিয়েছে। তার পিছনে বিরাট বড় ভূমিকা রয়েছে টিকার। করোনার টিকা এই রোগের সংক্রমণের ভয়াবহতা কমাতে বিরাট সাহায্য করেছে।
কিন্তু হালে এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে একটি মারাত্মক খবর পাওয়া গেল। করোনার এটি বিশেষ টিকা এক মহিলাকে কোমায় ঠেলে দিয়েছিল বলে অভিযোগ।
কে এই মহিলা?
৪৬ বছরের মহিলার নাম সারাহ বার্চ। দুই সন্তানে মা সারাহ গত বছরের মে মাসে অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়েছিলেন। আর তার পরে চার দিনের জন্য কোমায় চলে গিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। এবং শুধু তাই নয়, এর ফলে এই মহিলা Guillain-Barré syndrome নামে এখ অসুখে আক্রান্ত হয়েছেন বলেও জানানো হয়েছে।
পর পর দেখে নেওয়া যাক ঘটনাগুলি
- ইংল্যান্ডের এই মহিলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০২১ সালের মে মাসে তিনি অ্যাস্ট্রাজেনেকা টিকা নেন।
- টিকা নেওয়ার পর থেকেই তাঁর মাথাঘোরা, ঘাড়ে ব্যথা, জিভে অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে থাকে।
- সমস্যায় এতই বাড়ে, পরের দিনে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
- এর পরে তিনি কোমায় চলে যান। প্রায় চার দিন তিনি কোমায় থাকেন।
- চিকিৎসকরা পরে তাঁকে জানান, তিনি জটিল Guillain-Barré syndrome অসুখে আক্রান্ত হয়েছেন।
কী এই Guillain-Barré syndrome অসুখটি?
এই অসুখে শরীর রোগ প্রতিরোধ সিস্টেমটি আক্রান্ত হয়। এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা স্নায়ুর সুস্থ কোষগুলিকে আক্রমণ করা শুরু করে। তার ফলে স্নায়ুব্যবস্থাই ভেঙে পড়ে।
এর পরে কী হয়?
আক্রান্ত মহিলা এর পরে দেশের সরকারের কাছে অ্যাস্ট্রাজেনেকার টিকার নামে অভিযোগ করেন। নিরপেক্ষ মাধ্যম এখন এর তদন্ত করছে।
অ্যাস্ট্রাজেনেকার তরফে কী বলা হয়েছে?
টিকা প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, তাদের টিকা ইতিমধ্যেই গুণগত মানের পরীক্ষায় পাশ করেছে। এবং এটি সম্পূর্ণ নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।
আপাতত বিষয়টি তদন্তসাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। কয়েক মাসের মধ্যেই জানা যাবে, মহিলার অসুস্থ হয়ে পড়ার পিছনে এই টিকার ভূমিকা কতটা। বা আদৌ কোনও ভূমিকা আছে কি না। টিকা কাদের জন্য সমস্যার হতে পারে, সেটিও পরিষ্কার হয়ে যেতে পারে তার পরেই।