একটি গর্ভে দুটি জরায়ু! এই বিরল শারীরিক গঠন সম্পর্কে শুনেছেন কখনও? শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে। অ্যালাবামার এক মহিলার শরীরে দুটি জরায়ু রয়েছে এবং আসন্ন খ্রিস্টমাসের সময় তিনি সন্তান প্রসব করতে চলেছেন। তাঁর দুটি ইউটেরাসেই কন্যা সন্তান রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, ক্যাসলি হ্যাচার এবং তাঁর স্বামী ক্যালেব ফের একবার সন্তানের জন্ম দিতে চলেছেন। এই দম্পতির ৭, ৪ এবং ২ বছরের তিনটি সন্তান রয়েছে এবং ফের একবার গর্ভধারণের খবর পেয়ে অত্যন্ত বিস্মিত হয়েছেন ক্যাসলি।
আরও পড়ুন: ধুমধাম করে সারমেয়র পুজো হয় এখানে! কেন পালন করা এই উৎসব জানেন
ক্যাসলির ২টি জরায়ুতে দু'টি সন্তান রয়েছেন। প্রতিটি জরায়ুর আলাদা সারভিক্স রয়েছে এবং যার জন্য গর্ভধারন অত্যন্ত কঠিন এবং বিপদযুক্ত। এ প্রসঙ্গে অবসটেট্রিক্স ও গাইনোকলজিতে স্পেসালাইজড চিকিৎসক সোয়েতা পাটেল বলেছেন, ' এই ঘটনাটি অত্যন্ত বিরল , আমি আমার জীবনে এরকম ঘটনা প্রথম দেখলাম।'
আরও পড়ুন: বিশ্ব মাতালো ভারতীয় রন্ধনশৈলী! তিন রেস্তোরাঁর ঝুলিতে এবার মিশেলিন স্টার
মায়োক্লিনিকের একটি প্রতিবেদন অনুযায়ী, জন্মাবস্থা থেকেই ফিটাসের গর্ভে দুটি জরায়ু থাকে এবং শিশু বাড়তে থাকলে জরায়ু দুটিও আলাদা করে বাড়তে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দুটি জরায়ুরই যোনির সঙ্গে একটি পথের মাধ্যমে যোগ থাকে। এই পথটিকে সারভিক্স বলে। তবে অনেকক্ষেত্রেই দুটি আলাদা জরায়ুর আলাদা সারভিক্স থাকে।
আরও পড়ুন: ডায়াবিটিসের চমৎকার ওষুধ! ঢ্যাঁড়শের অন্যান্য গুণ জানলে মুগ্ধ হতে হবে
যেসমস্ত মহিলার দুটি জরায়ু থাকে তারা সফল ভাবেই মা হতে পারেন। তবে মিস ক্যারেজ ও প্রিম্যাচিওর বেবি জন্ম দেওয়ারও প্রবণতা বেশি থাকে। চিকিৎসকদের মতে প্রতি ১০০০ মহিলার মধ্যে ১ জনের দুটি জরায়ু থাকার সম্ভবনা থাকে।
ক্যাসলির এই গর্ভাবস্থাটি এতোটাই বিরল যে এটি ব্যক্ত করার জন্য কোনও সহজ ডাক্তারি ভাষা নেই এমনই জানিয়েছেন চিকিৎসকেরা। ক্যাসলির এই দুই সন্তানকে যমজ হিসাবেই ধরা যেতে পারে বলে মনে করছেন তাঁরা।