বাংলা নিউজ > টুকিটাকি > টিকার কারণে পিছিয়ে যেতে পারে পিরিয়ডস! বলছেন চিকিৎসকরা

টিকার কারণে পিছিয়ে যেতে পারে পিরিয়ডস! বলছেন চিকিৎসকরা

কোভিডের টিকার কারণে বদলে যাচ্ছে পিরিয়ডসের তারিখ। (ফাইল ছবি)

করোনা ভ্যাকসিনের দুটো ডোজ নিলে পিছিয়ে যেতে পারে পিরিয়ডস। তেমনই বলছে হালের সমীক্ষা। 

করোনা থেকে বাঁচার সেরা রাস্তা ভ্যাকসিন নেওয়া। এমন কথা অনেক দিন ধরেই বলে আসছেন চিকিৎসক-বিজ্ঞানীরা। টিকাকরণের হারও মোটামুটি ভালো। কিন্তু এই টিকার কি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে? এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। এখনও পর্যন্ত খুব ছোটখাটো কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেলেও, কোনওটি বিশেষ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়নি। 

কিন্তু দীর্ঘ দিন ধরেই অনেক মহিলার মনে একটা প্রশ্ন ছিল— করোনার টিকা কি পিরিয়ডসের নির্দিষ্ট সময় বদলে দিতে পারে? তেমন কথা বলছে, হালের এক সমীক্ষা।

‘অবস্ট্রেটিক্স অ্যান্ড গাইনিকোলজি’ নামক জার্নালে হালে প্রকাশিত হয়েছে সমীক্ষার রিপোর্টটি। সেখানে বলা হয়েছে, অনেক মহিলাই এমন অভিযোগ করেছেন— টিকা নিলে নাকি বদলে যাচ্ছে ঋতুচক্রের সময়। গবেষকর জানিয়েছেন, ঋতুচক্রে কিছু কিছু বদল দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রে:

  • কারও কারও নির্দিষ্ট সময়ের পরে পিরিয়ডস শুরু হচ্ছে।
  • কারও কারও ক্ষেত্রে অন্য বারের তুলনায় বেশি রক্তপাত হচ্ছে।
  • কেউ কেউ বলেছেন, মেনোপজের এক বছর পরে হঠাৎ করে পিরিয়ডস হয়েছে।

ঠিক কতটা সমস্যা হচ্ছে এর ফলে? চিকিৎসকরা বলছেন, এই সমস্যা খুব বড় কিছু নয়। মোটের উপর এক বা দু’দিন পিছোতে পারে পিরিয়ডসের তারিখ। তাও সেটি হচ্ছে টিকার দু’টি ডোজ নেওয়ার পরেই। অর্থাৎ, যাঁদের ২৮ দিনের মাথায় পিরিয়ডস হয়, তাঁদের ক্ষেত্রে ২৯ বা ৩০ দিনের মাথায় পিরিয়ডস হচ্ছে।

এই সমস্যা কত দিন পর্যন্ত চলতে পারে? হালের এই সমীক্ষাটিতে তারও উত্তর পেয়েছেন চিকিৎসকরা। বলছেন, দ্বিতীয় ডোজটি নেওয়ার দু’-তিন মাস পর্যন্ত চলতে পারে এই সমস্যা। তার পরে আস্তে আস্তে কেটে যায় এটি। 

চিকিৎসকদের মতে, ঋতুচক্রে সামান্য বদল আসতে পারে কোভিডের টিকা নেওয়ার পরে। কিন্তু তার মানে এই নয়, টিকা নেওয়া বন্ধ করতে হবে। কারণ কোভিড থেকে বাঁচতে এটাই সবচেয়ে ভালো রাস্তা। আর টিকার এই প্রভাব শুধু ঋতুচক্রের উপরেই পড়ছে, সন্তান ধারণ বা সন্তানের জন্মের ক্ষেত্রে কোনও প্রভাব পড়ছে না। সে আশ্বাসও দিয়েছেন বিশেষজ্ঞরা।

টুকিটাকি খবর

Latest News

পদ্মপাঁকে গজিয়ে উঠল ঘাসফুল! ভোটের মুখে তৃণমূলের 'গুগলিতে' হতচকিত বিজেপি TRP: সৃজন-পর্ণার মেয়ে আসায় লাভ কি হল? জগদ্ধাত্রীকে হটিয়ে ঝামেলা ফুলকি-নিম ফুলের রাজ্যের দেওয়া ১০০ দিনের টাকাও লুঠ! TMC নেতাদের ঘেরাও করে রাখলেন গ্রামবাসীরা শুক্রের মেষে গমন, এই রাশির বাড়বে মানসিক চাপ, হতে পারে স্বাস্থ্যের অবনতি সানি লিওনের এই কথা শুনলে খুশি হবেন সব পুরুষ, চটতে পারেন মহিলারা! বিশ্বের সবচেয়ে দামি ৫ ব্যাগ কোনগুলি জানেন, কী দিয়েই বা তৈরি, জানলে অবাক হবেন 'মক পোল'-এ VVPAT থেকে বের হল BJP-র 'অতিরিক্ত' স্লিপ! EC-কে কড়া বার্তা SC-র কোহলি কি বিশ্বকাপে ওপেন করবেন? 'ভুয়ো খবর' বলে চাঞ্চল্যকর তথ্য দিলেন রোহিত শর্মা তৃণমূল ছাড়লেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিভাস অধিকারী, বানালেন নতুন দল ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেল TMC

Latest IPL News

2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.