বাংলা নিউজ > টুকিটাকি > Women's Sexual urge: কোন বয়সের মহিলাদের যৌন ইচ্ছে বেশি? এর নেপথ্যের রহস্যই বা কী? কী বলছে বিজ্ঞান

Women's Sexual urge: কোন বয়সের মহিলাদের যৌন ইচ্ছে বেশি? এর নেপথ্যের রহস্যই বা কী? কী বলছে বিজ্ঞান

Women's Sexual urge: কোন বয়সের মহিলাদের যৌনতার প্রতি টান বেশি থাকে? সেই টানের পিছনে রহস্যটাই বা কী? কী বলছে বিজ্ঞান।

1/6 সুন্দর প্রেমের সম্পর্কে শরীরী উত্তেজনা একটা সময়ে তৈরি হয়। দুজনের সম্মতিতেই সেই সম্পর্ক গড়ে ওঠা স্বাভাবিক। তবে সময় যত গড়ায় ততই শরীরী টান ফিকে হতে থাকে‌। এমনটাই নাকি বয়সের ধর্ম। 
2/6 মহিলাদেরও একটা বয়সের পর শরীরে উত্তেজনা কমে আসতে থাকে। বিজ্ঞানের সাম্প্রতিক সমীক্ষা তেমনটাই দাবি করছে এবারে। এবং সেই বয়সটা পুরুষদের তুলনায় একটু তাড়াতাড়ি হয়। কেন এমনটা হয়? 
3/6 সমীক্ষার ফলে প্রাপ্ত তথ্যে দেখা গিয়েছে ৫০ বছর বয়সের পর মহিলাদের শারীরিক চাহিদা সেভাবে থাকে না‌। এর বড় কারণ মেনোপজ। মেনোপজ হওয়ার পর শরীরে বড়সড় শারীরিক পরিবর্তন আসে।
4/6  এই পরিবর্তনের কারণেই আগের মতো শারীরিকভাবে মিলিত হলেও সেই টানটা আর থাকে না। তবে এছাড়াও রয়েছে বেশ কয়েকটি অন্য কারণ। 
5/6 বিজ্ঞানীদের কথায়, সংসারের চাপও বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। বাচ্চাকাচ্চা সামলানো, সংসারের নানা দিকে খেয়াল রাখতে রাখতেই যৌন সম্পর্কের দিকে টান হারিয়ে যায়। তবে মেনোপজের আগে সেই টান কিছুটা হলেও থাকে। 
6/6 বিজ্ঞানের মতেই, কমবেশি ৩০ বছরের কোঠায় পা রাখলে মহিলাদের যৌন চাহিদা‌ অনেকটাই বাড়ে। এই সময় যৌন চাহিদার তুঙ্গে থাকেন মহিলারা‌। তুলনায় পুরুষরা একটু কম বয়সে যৌন চাহিদার তুঙ্গে পৌঁছায়।

আরও ছবি