1/8এই ছবিতে রয়েছে ৬টি ইংরেজি শব্দ। খুঁজে পাওয়া মোটেই খুব সহজ নয়। তবে যাঁদের চোখ খুব ভালো, তাঁরা নাকি মাত্র ১৫ সেকেন্ডের মধ্যেই খুঁঝে পেতে পারেন ৬টি শব্দই। দেখুন তো আপনি পারেন কি না। তবে তার আগে ভালো করে দেখে নিন পুরো ছবিটি।
2/8এই হল পুরো ছবিটি। এরই এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে ৬টু ইংরেজি শব্দ। ভালো করে দেখুন তো, সেই শব্দগুলি আপনি ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে পান কি না। যদি পান, তাহলে বুঝতেই হবে, আপনার চোখের হাল ভালো। যদি খুঁজে না পেয়ে থাকেন, তাহলে এবার দেখে নিন, সমাধান।
3/8শব্দ cool: এই শব্দটি খুঁজে পাওয়া সবচেয়ে সহজ ছিল। কারণ এটি রয়েছে একেবারে চোখের সামনে। যত জন ধাঁধাটির উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, তাঁদের অধিকাংশই এই শব্দটি খুঁজে পেয়েছেন সহজেই।
4/8শব্দ water: এটি খুঁজে পাওয়া বেশ কঠিন। তবে সবচেয়ে কঠিন নয়। গাছের পাতার দাগের ফাঁকে লুকিয়ে রয়েছে শব্দটি। একটু মন দিয়ে দেখলে সকলেই খুঁজে পেতে পারেন এটি।
5/8শব্দ slide: গাছের পাতার ফাঁকে লুকিয়ে থাকা আরও একটি শব্দ। তবে আগের শব্দটির চেয়ে এটি খুঁজে পাওয়া তুলনামূলকভাবে কঠিন। অনেকেই এমনটি জানিয়েছেন।
6/8শব্দ float: এই শব্দটি খুঁজে পাওয়া মোটেই সহজ ছিল না। অধিকাংশই এই শব্দটি খুঁজে পেতে বেশ অনেকটা সময় নেন।
7/8শব্দ wet: এটিও একেবারে চোখে সামনেই রয়েছে। কিন্তু এমনভাবে জামার নকশার সঙ্গে মিশে গিয়েছে, সহজে টের পাওয়া যাচ্ছে না। তবে মন দিয়ে দেখলে খুঁজে পাওয়া সম্ভব।
8/8শব্দ swim: জলের মধ্যে মিশে গিয়েছে এই শব্দটি। তাই অনেকেরই চোখ এড়িয়ে গিয়েছে এটি। আপনি কি একবারে দেখতে পেয়েছিলেন এটিকে? যদি পেরে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার চোখ সত্যিই খুব ভালো।