প্রতি বছর বিশ্ব এইডস টিকা দিবস পালন করা হয় ১৮ মে। এই দিন সারা বিশ্ব জুড়ে এইডস টিকার প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা প্রসার করা হয়। কিন্তু কেন এই টিকা নেওয়া গুরুত্বপূর্ণ? কী বলছেন চিকিৎসকরা।
1/5প্রতি বছর বিশ্ব এইডস টিকা দিবস পালন করা হয় ১৭ মে। এই দিন সারা বিশ্ব জুড়ে এইডস টিকার প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা প্রসার করা হয়। কিন্তু কেন এই টিকা নেওয়া গুরুত্বপূর্ণ? কী বলছেন চিকিৎসকরা। (Freepik)
2/5এইডস রোগের ভাইরাস এইচআইভির বিশেষ বৈশিষ্ট্য হল এটি ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতার উপর আঘাত হানে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকে। সাধারণ সর্দি কাশি থেকে গুরুতর রোগেও তখন আক্রান্ত হতে পারেন এইচআইভি আক্রান্ত ব্যক্তি। (Freepik)
3/5সাধারণত রক্তের মাধ্যমেই এই ভাইরাস এক দেহ থেকে আরেক দেহে ছড়িয়ে পড়ে। দুই ব্যক্তির যৌনমিলনের মাধ্যমে এই রোগ এক দেহ থেকে আরেক দেহে ছড়ায়। অন্যদিকে মায়ের এইচআইভি থাকলে সন্তানেরও এইচআইভি হওয়ার আশঙ্কা রয়েছে। (Freepik)
4/5এইডস টিকা এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে শরীরের প্রয়োজনীয় অনাক্রম্যতা গড়ে তোলে। টিকার মধ্যে থাকা অ্যান্টিজেন রোগের জন্য শরীরকে প্রস্তুত করে তোলে। এর ফলে পরে কখনও এই রোগের ভাইরাস প্রবেশ করলেও শরীরকে কাবু করতে পারে না। (Freepik)
5/5 টিকার গুরুত্ব এখানেই। শরীরকে আগে থেকেই কোনও রোগের বিরুদ্ধে লড়াইয়েথ জন্য তৈরি করে রাখে টিকা। একই পদ্ধতিতে কাজ এইডসের টিকাও। তাই বিজ্ঞানীদের কথায়, এই নিয়ে ভুল ধারণা ভেঙে যথাসময়ে টিকা নেওয়া উচিত। এতে পরে রোগ এড়ানো যায় সহজেই। (Freepik)