World Braille Day how the writing system was invested a lookback: প্রতি বছর ৪ জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালিত হয়। দৃষ্টিহীন ও স্বল্প দৃষ্টিসম্পন্ন মানুষদের অধিকারের কথা মনে করিয়ে দিতেই এই দিনটির উদযাপন। পাশাপাশি বিখ্যাত শিক্ষক লুই ব্রেইলের জন্মদিনও এই দিনেই।
1/6প্রতি বছর ৪ জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস পালিত হয়। দৃষ্টিহীন ও স্বল্প দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের নিত্যদিনের কাজ করা ও পড়াশোনার সুবিধার্থে এই পদ্ধতি আবিষ্কার করা হয়। আবিষ্কারক লুই ব্রেইলের নাম অনুসারে এই পদ্ধতিটির নামকরণ করা হয় ব্রেইল পদ্ধতি। (Freepik)
2/6চার্লস বার্বির নাইট রাইট পদ্ধতিকে বেশ কিছুটা উন্নত করেই তৈরি করা হয় আধুনিক ব্রেইল পদ্ধতি। এই পদ্ধতিতে ছয়টি ডট বা ফুটকির সাহায্যে সবকটি অক্ষর ও সংখ্যা প্রকাশ করা হয়। এমনকী গণিত ও বিজ্ঞানের বিভিন্ন চিহ্নও একই পদ্ধতিতে প্রকাশ করা হয়। (Freepik)
3/6আবিষ্কর্তা লুইয়ের জন্মদিনটিকে ঘিরেই পালিত হয় এই বিশেষ দিন। ২০১৯ সালে জাতিপুঞ্জ প্রথম এই দিনটিকে বিশ্ব ব্রেইল দিবস হিসেবে পালন করা শুরু করে। ব্রেইল পদ্ধতির উদ্ভাবনের পাশাপাশি দৃষ্টিহীনদের সামাজিক গুরুত্বের কথাও মনে করিয়ে দেয় এই দিন। (Freepik)
4/6মাত্র তিন বছর বয়সে চোখের দৃষ্টি হারান লুই ব্রেইল। তাঁর বাবার জুতোর দোকানে বসে একদিন খেলা করছিলেন। তখন হঠাৎই একটি সরঞ্জাম এসে তার ডান চোখে আঘাত করে। চিকিৎসা করেও বাঁচানো যায়নি চোখ। অন্ধ হয়ে যান লুই। (Freepik)
5/6তবে দৃষ্টি হারিয়েও দমে যাননি তিনি। বরং বড় কিছু করার উৎসাহ ও উদ্দীপনা তাঁর মধ্যে ছোট থেকেই ছিল। পরবর্তীকালে নামকরা গায়কও হয়েছিলেন লুই ব্রেইল। পড়াশোনা করতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্লাইন্ড চাইল্ডে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর নজরে আসে চার্লস বার্বির লেখার পদ্ধতি। (Freepik)
6/6১৫ বছর বয়স থেকেই শুরু হয়ে যায় এই পদ্ধতিকে উন্নত করার চিন্তাভাবনা। পরে ন্যাশনাল ইনস্টিটিউটের শিক্ষক হয়েছিলেন ব্রেইল। তখনই ছয়টি ডট দিয়ে আধুনিক পদ্ধতির আবিষ্কার করেন তিনি। ১৮২৯ সালে এই নিয়ে প্রথম বই বার হয়। এর কিছুদিন পর একটি ইতিহাস বইয়ের ব্রেইল সংস্করণ প্রকাশ করেন লুই। (Freepik)