World Cancer Day 2025: ভারতীয় মহিলাদের মধ্যে বর্তমানে যেসব ক্যানসারগুলি সবচেয়ে বেশি দেখা দিচ্ছে, তার মধ্যে সার্ভিক্যাল ক্যানসার (Cervical Cancer) অন্যতম। অনেকের ধারণা, সার্ভিক্যাল ক্যানসার শুধু কমবয়সি মহিলাদেরই বেশি হয়। তবে বিশেষজ্ঞদের একাংশের কথায়, এই ক্যানসার বয়স্ক মহিলাদেরও হতে পারে। মেনোপজ অর্থাৎ পিরিয়ড থেমে যাওয়ার পরও দেখা দিতে পারে এই ক্যানসার।
চিন্তায় ফেলছে পরিসংখ্যান
সার্ভিক্যাল ক্যানসার শনাক্ত করার অন্যতম পরীক্ষা প্যাপ স্মিয়ার টেস্ট। একটি সমীক্ষায় এই বিশেষ পরীক্ষা করে দেখা গিয়েছে, মেনোপজ হয়ে যাওয়ার পর মহিলাদের মধ্যে সার্ভিকাল ক্যানসারের ঝুঁকি বেশি। অন্যদিকে ন্যাশনাল ক্যানসার রেজিস্ট্রি প্রোগ্রাম অব ইন্ডিয়া জানাচ্ছে প্রতি বছর ভারতে ১২৩, ৯০৭ জন মহিলা এই মারণরোগে আক্রান্ত হন। বিশ্ব ক্যানসার দিবসে (World Cancer Day) Hindustan Times বাংলার সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন ফর্টিস হাসপাতালের কনসালট্য়ান্ট মেডিকাল অঙ্কোলজিস্ট চিকিৎসক আশিষ উপাধ্য়ায়।
আরও পড়ুন - ‘বিশ্বভারতীর গাফিলতির জন্যই…’ ছাত্রদের মূর্তিপুজো নিয়ে কী বলছেন আশ্রমিকরা
নিয়মিত স্ক্রিনিং
‘সার্ভিক্যাল ক্যানসার থেকে বাঁচার একমাত্র উপায় নিয়মিত স্ক্রিনিং করানো।’ চিকিৎসক আশিষ উপাধ্যায় জানাচ্ছেন, ‘সমীক্ষায় দেখা গিয়েছে, মেনোপজ হওয়ার পর এই ক্যানসার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তাই ৬৫ বছর বয়স না-হওয়া পর্যন্ত নিয়মিত স্ক্রিনিং করানো জরুরি।’
সার্ভিক্যাল ক্যানসারের লক্ষণগুলি
সার্ভিক্যাল ক্যানসারের লক্ষণগুলি নিয়েও আলোচনা করলেন চিকিৎসক। আশিষ উপাধ্যায়ের মতে, ‘এই ক্যানসারের অন্য়তম প্রধান লক্ষণ মেনোপজ হয়ে যাওয়ার পরেও ব্লিডিং হতে থাকা। এছাড়া যোনিস্রাব, তলপেটে ব্যথা ও প্রস্রাব দিয়ে রক্ত নির্গত হওয়া লক্ষণগুলির মধ্যে অন্যতম।’
আরও পড়ুন - মেলা বই, মেলা পাঠক! বইমেলার হিসেব কি শেষমেশ মেলে বই পড়ার সঙ্গে
বৃদ্ধ বয়সেও ঝুঁকি ক্যানসারের
৬৫ বছর বয়স পর্যন্ত নিয়মিত স্ক্রিনিং করানো জরুরি, একথা আগেই বলেছিলেন চিকিৎসক। একই সঙ্গে তিনি যোগ করলেন, বৃদ্ধ বয়সে এই ক্যানসারের ঝুঁকির কথা। বয়স ৬৫ পেরোলেও অন্যান্য ক্যানসারের মতো এই ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে। তাই উপরের লক্ষণগুলি দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অন্যথায় অজান্তেই শরীরের ভিতর বেড়ে উঠতে পারে মারণরোগটি।
টিকা নিলে ভবিষ্যত অনেকটা নিরাপদ
ক্যানসার স্ক্রিনিংয়ের পাশাপাশি টিকার গুরুত্ব ভুললেও চলবে না বলে জানালেন চিকিৎসক। ক্যানসার বিশেষজ্ঞের কথায়, ‘৯-২৬ বছর বয়সের মধ্যে এইচপিভি ক্যানসারের টিকা নেওয়া থাকলে সার্ভিক্যাল ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যায়। টিকা না নেওয়া থাকলে ক্যানসারের ঝুঁকি স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তাই এই বয়সসীমার মধ্যে টিকা নিয়ে নিলে ভবিষ্যত অনেকটাই নিরাপদ থাকবে।’
প্রতিবেদনটি চিকিৎসকের সঙ্গে কথা বলে তাঁর মতামতের ভিত্তিতে লেখা হয়েছে। ব্যক্তিবিশেষ অনুযায়ী অনেক ক্ষেত্রেই বদলে যায় চিকিৎসা পদ্ধতি। তাই যে কোনও সমস্যায় শুধুমাত্র এই প্রতিবেদনের কথায় ভরসা না রেখে, ব্যক্তিগতভাবে চিকিৎসকের বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।