World cancer day signs and symptoms of lungs cance... more
World cancer day signs and symptoms of lungs cancer that one should not avoid: বিশ্ব ক্যানসার দিবসে প্রতিবছর পালিত হয় ৪ ফেব্রুয়ারি। সারা বিশ্বের মারাত্মক ক্যানসারগুলির মধ্যে অন্যতম হল ফুসফুস ক্যানসার। কোন কোন লক্ষণ দেখলেই আগে থেকে এই বিষয়ে সতর্ক হবেন।
1/10প্রতিবছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যানসার দিবস। ক্যানসারের মতো মারণরোগ নিয়ে মানুষকে সচেতন করতেই এই বিশেষ উদ্যোগ। (Freepik)
2/10সারা বিশ্বে যে ক্যানসারগুলিতে রোগীর মৃত্যু সবচেয়ে বেশি তার মধ্যে প্রধান হল ফুসফুস ক্যানসার। (Freepik)
3/10ঠিক সময়ে চিকিৎসা করালে অতি ভয়ানক ক্যানসার থেকেও সেরে ওঠা যায়। তাই কিছু লক্ষণ দেখে আগে থেকেই সতর্ক হতে হবে। (Freepik)
4/10অন্যান্য ক্যানসারের মতো ফুসফুস ক্যানসারেও বেশ কিছু লক্ষণ দেখা দেয়। এই লক্ষণগুলি দেখা দিলে আগে থেকে সতর্ক হওয়া জরুরি। (Freepik)
5/10প্রচণ্ড কাশি ফুসফুস ক্যানসারের প্রাথমিক লক্ষণ। যত দিন যায়, কাশি তত বাড়তে থাকে। আর প্রায়ই কাশি হতে থাকে। এমন লক্ষণ দেখলে দ্রুত সতর্ক হন। (Freepik)
6/10কাশির সঙ্গে রক্ত বেরিয়ে আসাও ফুসফুস ক্যানসারের লক্ষণ। এই উপসর্গে কাশি হলে একসময় কফের সঙ্গে লালচে রক্ত বেরোতে থাকে। (Freepik)
7/10 ফুসফুসের ভিতর ক্যানসার কোষ যত বাড়তে থাকে, ততাই শ্বাস নিতে কষ্ট হয়। বুকে ব্যথার লক্ষণ ছাড়াও শ্বাসকষ্ট একটি বড় লক্ষণ। চিকিৎসকরা এই ব্যাপারে সতর্ক হতে বলেন। (Freepik)
8/10ফুসফুস ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে আরেকটি হল বুকে ব্যথা। কাশতে কাশতে ব্যথা হওয়া ছাড়াও এমনি সময়েও বুকে ব্যথা হতে থাকে। (Freepik)
9/10খিদে কমে যাওয়া ক্যানসারের একটি সাধারণ লক্ষণ। কোনও খাবার খেতে না চাওয়া, রোজকার খাওয়াদাওয়া কমিয়ে দেওয়া মোটেই ভালো লক্ষণ নয়। এমনটা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। (Freepik)
10/10 ওজন কমে যাওয়াও ফুসফুস ক্যানসারের অন্যতম লক্ষণ। এটি প্রায় সব ক্যানসারেরই একটি সাধারণ লক্ষণ। (Freepik)