বাংলা নিউজ > টুকিটাকি > অসুস্থ মানুষের জন্য প্রার্থনার দিন, জেনে নিন World Day Of The Sick-এর ইতিহাস

অসুস্থ মানুষের জন্য প্রার্থনার দিন, জেনে নিন World Day Of The Sick-এর ইতিহাস

অসুস্থ মানুষের পাশে থাকার দিনটি কবে পালন করা হয়? (প্রতীকী ছবি)

প্রতি বছর ১১ ফেব্রুয়ারি কেন পালন করা হয় এই দিনটি? এই বছরের থিমই বা কী? 

১১ ফেব্রুয়ারি পালিত হয় World Day Of The Sick। যাঁরা অসুস্থ, তাঁদের দ্রুত আরোগ্য কামনা এবং তার প্রার্থনার জন্য পালন করা হয় দিনটি। ১৯৯২ সালে পোপ দ্বিতীয় জন পল এই দিনটি পালন করার কথা ঘোষণা করেন। অসুস্থ এবং মুমূর্ষুদের পাশে থাকার আবেদন জানিয়ে এই দিনটি পালন করা হয়। ভাটিকান সিটির তরফে এই দিনটি পালনে উৎসাহ দেওয়া হয়। 

ইতিহাস: ১৯৯১ সালে পোপ দ্বিতীয় জন পল পারকিনসনস অসুখে আক্রান্ত হন। যদিও ২০০১ সালে অসুখটি সম্পর্কে জানা যায়। কিন্তু ১৯৯২ সালে থেকেই এই দিনটি World Day Of The Sick হিসাবে পালিত হতে থাকে।

সারা পৃথিবীতে যত মানুষ অসুস্থ, তাঁদের সকলের জন্য প্রার্থনার দিন হিসাবে এটি পালিত হয়। ভাটিকান সিটির তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। 

এ বছরের থিম: চলতি বছরে এই World Day Of The Sick-এর থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে ‘Be merciful, as your Father is merciful’। বাইবেলের অনুষঙ্গে এই কথাটি বলা হয়েছে। তাই খ্রিস্টধর্মাবলম্বীদের কাছে দিনটি আলাদা করে বেশি মাত্রায় তাৎপর্যপূর্ণ। যদিও এখন সারা পৃথিবীতেই এই দিনটি পালন করা হয়।

বন্ধ করুন