পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > World Environment Day Wishes: বিশ্ব পরিবেশ দিবসে এই বার্তা পাঠাতেই হবে, প্রিয়জনদের ভালোর জন্য কী কী বলবেন আজ
প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এই দিনটি আর পাঁচটি দিবস পালেনর মতো নয়। এটি এমন এক বিষয় নিয়ে পালন করা দিন, যার সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে আমাদের প্রত্যেকের স্বার্থ। এই দিনে প্রিয়জনদের আরও অকটু সচেতন করতে পারেন বিশেষ বার্তা পাঠিয়ে। জেনে নিন, কী বলবেন তাঁদের।
- পৃথিবী আমাদের একমাত্র ঘর। এই ঘর ভেঙে গেলে আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই একে আগলে রাখুন। বিশ্ব পরিবেশ দিবসে সচেতন হন।
- পরিবেশকে রক্ষা করা আমাদের কর্তব্য। পরিবেশের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের অস্তিত্ব। বিশ্ব পরিবেশ দিবসে এই অঙ্গীকার করি আমরা।
- পরিবেশই আসলে ঈশ্বর। সেই ঈশ্বরকে আমরা সম্মান করব কি না, সেটা আমাদের হাতে। আমরা যদি তাকে সম্মান করি, তাহলে আমাদেরই মঙ্গল। না হলে উল্টোটা। বিশ্ব পরিবেশ দিবসে সচেতন হন।
(আরও পড়ুন: ৫ ছোট্ট অভ্যাসই বড় বদল আনবে জীবনে, বিশ্ব পরিবেশ দিবসেই শুরু করুন সেগুলি)
- বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে আমরা জানি। কিন্তু পরিবেশ সম্পর্কে জানি না। বা জানলেও তার রক্ষার বিষয়ে সচেতন হই না। আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা শপথ নিই, এই পরিবেশকে আমরা রক্ষা করার চেষ্টা করব।
- মানুষ তখনই ভালো থেকেছে, যখন সে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে থেকেছে। পরিবেশকে নিজের মতো করে বদল করার ফল মোটেই ভালো হবে না। বিশ্ব পরিবেশ দিবসে এই বিষয়ে সচেতন হওয়া দরকার।
(আরও পড়ুন: কীসের জেরে ১৯৭৩ সালে শুরু বিশ্ব পরিবেশ দিবস? কী বলছে গত শতকের ইতিহাস)
- বিশ্ব পরিবেশ দিবসে সকলের কাছে আবেদন, পরিবেশ সম্পর্কে সচেতন হন। পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন।
- পরিবেশ হল মায়ের মতো। মা যেমন সন্তানকে লালন করে, পরিবেশও আমাদের সেভাবেই লালন করে এসেছে। তার ক্ষতি করা মানে, নিজের ক্ষতি করা। বিশ্ব পরিবেশ দিবসে সচেতন হন। পরিবেশের ক্ষতি আটকান।
- বিশ্ব পরিবেশ দিবস আর পাঁচটা দিবসের মতো নয়। এর সঙ্গে আমাদের প্রত্যেকের স্বার্থ, প্রত্যেকের জীবন জড়িত। এই দিনটির মূল উদ্দেশ্য সম্পর্কে সচেতন হন। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশের ভালোর জন্য এগিয়ে আসুন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup