মোবাইল ফোনই উচ্চ রক্তচাপের আসল ভিলেন। এমনটাই দাবি করছে সাম্প্রতিক গবেষণা। মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কথা বলার কারণেই উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ছে দিন দিন।
1/5মোবাইল ফোনই উচ্চ রক্তচাপের আসল ভিলেন। এমনটাই দাবি করছে সাম্প্রতিক গবেষণা। মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কথা বলার কারণেই উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ছে দিন দিন। (Freepik)
2/5বিজ্ঞানীদের কথায়, উচ্চ রক্তচাপ ও হার্টের রোগ এই যুগে সময়ের আগে মৃত্যুর (প্রিম্যাচিউর ডেথ) বড় কারণ। এই দুটো রোগের কারণেই সারা বিশ্ব জুড়ে বাড়ছে মৃত্যুর হার। কিন্তু কেন বাড়ছে এই দুই রোগের হার? (Freepik)
3/5চিকিৎসকদের কথায় রোজকার কিছু অভ্যাসই এর জন্য দায়ী। খাওয়া দাওয়া থেকে জীবনযাপনের নানা অভ্যাসের জন্যই উচ্চ রক্তচাপ ও হার্টের রোগ বাড়ে। তার মধ্যে অন্যতম হল মোবাইল ফোন। এর কথাই উঠে আসছে গবেষণায়। (Freepik)
4/5সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে ফোনে কথা বলার কারণে রক্তচাপের হেরফের ঘটছে অনেকটাই। ইউরোপিয়ান হার্ট জার্নালে ওই গবেষণা প্রকাশিত হয়। তাতে বলা হয়, সপ্তাহে ৩০ মিনিটের বেশি ফোনে কথা বললেই বাড়ছে রক্তচাপের ঝুঁকি। (Freepik)
5/5গবেষণায় দুটি আলাদা দলের মধ্যে এই পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, সপ্তাহে ফোনে ৩০ মিনিটের কম কথা বলেন যারা, তাদের থেকে অন্য দলটির রক্তচাপ ১২ সিসি বেশি। এই প্রমাণ থেকেই রক্তচাপের পিছনে ফোনের ভূমিকা নিয়ে এমন সিদ্ধান্তে পৌঁছান বিজ্ঞানীরা। (Freepik)