প্রতি বছর ৬ মে বিশ্ব নো ডায়েট দিবস পালন করা হয়। দিনটির সঙ্গে জড়িয়ে আছে মজার গল্প। কেন এই দিনটি পালন করা হয় জানেন কি?
1/6প্রতি বছর ৬ মে বিশ্ব নো ডায়েট দিবস পালন করা হয়। দিনটির সঙ্গে জড়িয়ে আছে মজার গল্প। জেনে নিন কেন এই দিনটি পালন করা হয়। (Freepik)
2/6বর্তমানে সারা বিশ্বে ডায়েটের জয়জয়কার। শরীর স্বাস্থ্য বুঝে ঠিকমতো খাওয়াদাওয়া করাকেই ডায়েট মেনে চলা বলে। তবে বিশ্ব নো ডায়েট দিবস পালনের পিছনে রয়েছে বড় কারণ। (Freepik)
3/6মেরি ইভান ইয়ং ১৯৯২ সালে প্রথম এই দিনটির সূচনা করেন। ডায়েট ব্রেকার্স নামে একটি সংস্থাও ছিল তাঁর। তবে শরীর খারাপ করতে খাওয়ার কথা বলেননি মেরি। বরং বলছেন শরীর নিয়ে কিছু ধারণা ভেঙে দিতে। (Freepik)
4/6মোটা হলেই নানা লোকের নানারকম টিটকিরি শুনতে হয়। অনেকেই মোটা মানুষের তির্যক চোখে দেখেন। সেই ধারণাগুলিকে ভাঙতেই এই উদ্যোগ। এই দিবস মানলে বছরের এই একটা দিন কোনও ডায়েট মানা যাবে না। (Freepik)
5/6লোকের তির্যক মন্তব্যের কারণে অনেকেই মনখারাপ করেন। তাদের উৎসাহ দিতেই এই নো ডায়েট ডে পালন করা হয়। এই দিন নিজেকে সম্মান জানানোর দিন। (Freepik)
6/6আপনার চেহারা যেমনই হোক, তাকে সম্মান জানান। তাই সারা বছর ডায়েট মানলেও একটা দিন ডায়েটকে ‘না’ বলতে হবে। সে ‘না’ বলার দিনটিই হল বিশ্ব নো ডায়েট দিবস! (Freepik)