বাংলা নিউজ > টুকিটাকি > Smartphone Photography Tips: স্মার্টফোনে তোলা ছবিও দামি ক্যামেরায় তোলা ছবির মতো হতে পারে, কী করে? জেনে নিন
এখন বড় ক্যামেরার চাইতে অনেকেই তুলনায় একটু দামি স্মার্টফোনে ছবি তুলতে বেশি পছন্দ করেন। কিন্তু নানা কারণে স্মার্টফোনের ছবি ভালো হয় না। কী করে স্মার্টফোনেও দামি ক্যামেরার মতো ছবি তুলবেন? রইল কয়েকটি টিপস।
- লেন্স পরিষ্কার করুন: এই বিষয়টি আমরা অনেকেই খেয়াল করি না। কিন্তু অনেক সময়েই লেন্সে এমন ধুলো পড়ে যায়, যা ছবির মান খারাপ করে দেয়। তাই নিয়মিত ফোনের সেন্স পরিষ্কার করুন।
- ফ্ল্যাশ ব্যবহার করবেন না: আশপাশের আলোতে ছবি যেমন আসে, সেটি তোলার চেষ্টা করুন। কারণ ফ্ল্যাশ ব্যবহার করলে ছবির মান খারাপ হয়ে যেতে পারে। অতিরিক্ত আলো সামনের বস্তুটিকে ঝলসে দিতে পারে।
- ঠিক করে ফোকাস করুন: ছবির প্রধান বিষয় যেটি, সেটিতেই যাতে ফোকাস থাকে, তার ব্যবস্থা করুন। এ জন্য স্ক্রিনে টাচ করে বস্তুটির উপর ফোকাস করুন। না হলে সেই বস্তুটিই অস্পষ্ট হয়ে যাবে।
- ব্রাইটনেস নিজে ঠিক করুন: বেশর ভাগ মোবাইল ক্যামেরাতেই ম্যানুয়ালি ব্রাইটনেস নিয়ন্ত্রণ করার ব্যবস্থা থাকে। তাই আপনার ফোনে আপনিই ঠিক করে নিন কতটা উজ্জ্বল চান এই ছবি। অটোমেটিক ব্রাইটনেস রাখলে অনেক সময়েই ছবির মান কমে যায়।
- ফ্রেমটি কেমন হচ্ছে ভালো করে দেখুন: মনে রাখবেন, ছবির গুণগত মানের অনেকটাই নির্ভর করে তার ফ্রেমিংয়ের উপর। তাই সেটির দিকে নজর দিন। দেখুন আপনার ছবির মধ্যে কোন বস্তুটি কোথায় রয়েছে। সেটি দেখেই তার পরে ক্লিক করুন।
- ক্যামেরা সোজা ধরুন: অনেকেই তাড়াহুড়োর চোটে ব্যাঁকা অবস্থায় ক্যামেরায় ক্লিক করে দেন। এতে ছবি দেখতে ভালো লাগে না। তাই ভালো করে দেখে নিন ক্যামেরা সোজা ধরা হয়েছে কি না। তার পরেই ক্লিক করুন।
- জুম করবেন না: মনে রাখবেন, আপনি স্বাভাবিক অবস্থায় মোবাইলের ক্যামেরায় যে ছবিটি দেখতে পাচ্ছেন, সেটিই সেরা ছবি। যদি এর উপর আপনি জুম করেন, তাহলে ছবির মান দ্রুত খারাপ হতে শুরু করবে। তাই এটি এড়িয়ে যান।
- অতিরিক্ত লেন্স লাগাতে পারেন: আজকাল বাজারে মোবাইল ক্যামেরার সঙ্গে ব্যবহার করার জন্য নানা ধরনের অতিরিক্ত লেন্স পাওয়া যায়। সেগুলির জুড়ে নিতে পারেন ফোনের ক্যামেরার সঙ্গে। তাতে নানা ধরনের ফিচার তো পাবেনই, সঙ্গে ছবির মানও ভালো হবে।
- গিমবল ব্যবহার করুন: বিশেষ করে ভিডিয়ো রেকর্ডিং করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতে ছবি কাঁপবে কম। বেঁকে যাওয়ার আশঙ্কাও প্রায় থাকবে না।