জলের নিচে ডাইভিং এবং ডুব সাঁতার কাটতে অনেকেই পছন্দ করেন। যাইহোক, হয়ত কখনও কাউকে সুইমিং পুলের উপর দিয়ে হাঁটতে দেখেননি। আর এবার এই কান্ডটাই করে বিশ্ব রেকর্ড করে ফেললেন অস্ট্রেলিয়ার এক মহিলা। এক নিঃশ্বাসে জলের নিচে দীর্ঘতম দূরত্ব হেঁটে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাঁর ভিডিয়োও।
৩৫ বছর বয়সী অ্যাম্বার বোর্ক পেশায় একজন ডুবুরি
মহিলার নাম অ্যাম্বার বোর্ক এবং তিনি কুইন্সল্যান্ডের বাসিন্দা। তার বয়স ৩৫ বছর এবং পেশায় একজন ডুবুরি তিনি। এক নিঃশ্বাসে একটি আমেরিকান ফুটবল মাঠের দৈর্ঘ্যের চেয়ে অনেক বেশি দূরত্ব হেঁটে দীর্ঘতম দূরত্বের রেকর্ড স্থাপন করেছেন তিনি।
আরও পড়ুন: (Pongal ready Half Saree: ফ্যাশন ট্রেন্ডে নজরকাড়া 'হাফ শাড়ি', পোঙ্গলের দিনে জানুন কী এই বিশেষ পোশাক)
এইভাবে অ্যাম্বার তার রেকর্ড গড়েছেন
অ্যাম্বারের ১১২.৮৩ মিটার হেঁটে রেকর্ড গড়েছেন, যা ১০৯.৭ মিটার দীর্ঘ আমেরিকান ফুটবল মাঠের চেয়ে দীর্ঘ। তাঁর রেকর্ডের প্রচেষ্টার ভিডিয়োটি গিনেস বুকের অফিসিয়াল ওয়েবসাইটেও শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা যায় অ্যাম্বার তাঁর শরীর ৯০ ডিগ্রি বাঁকিয়ে সুইমিং পুলের ভেতরে ধীরে ধীরে হাঁটছেন। তাঁর শরীরের উপরের অংশটি তখনও সাঁতারের অবস্থায় ছিল, কিন্তু নিজের পা ব্যবহার করে হাঁটছিলেন তিনি।
রেকর্ড করতে গিয়ে কিছু অসুবিধার সম্মুখীন
হাঁটতে হাঁটতে অ্যাম্বার একবার বা দুইবার হোঁচট খেয়েছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। এরপর যখন তিনি পুলের শেষ প্রান্তে পৌঁছোন, নিজের পা এবং হাত দেওয়ালে ধাক্কা লাগে, ঘুরে ফিরে আবার অন্য দিকে হাঁটা শুরু করেন। এই পদ্ধতিতে, তিনি পুলের দুটি দীর্ঘ ল্যাপ সম্পন্ন করে একটি নতুন রেকর্ড গড়েছেন। অ্যাম্বার এর আগে ১৭টি অস্ট্রেলিয়ান ফ্রিডাইভিং রেকর্ড এবং ডুব সাঁতারের জন্য একটি এআইডিএ বিশ্ব রেকর্ডও গড়েছেন।
আরও পড়ুন: (Kapil Muni: কে ছিলেন কপিল মুনি? কেনই বা শাপ দেন রামের পূর্বপুরুষকে)
আমার স্বপ্ন ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার – অ্যাম্বার
অ্যাম্বার তার রেকর্ড সম্পর্কে এদিন বলেছেন, "আমি একজন ফ্রিডাইভিং ট্রেনার এবং ১০ বছরেরও বেশি সময় ধরে ফ্রিডাইভিং করছি।'
রেকর্ড করার পর অ্যাম্বার আনন্দ প্রকাশ করে বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা অর্জন করা তাঁর সবসময়ই স্বপ্ন ছিল। অ্যাম্বার এই প্রচেষ্টার মাধ্যমে প্রাপ্ত পরিমাণ অস্ট্রেলিয়ান মেরিন কনজারভেশন সোসাইটিতে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।